শিরোনাম
ঢাকা, ৮ আগস্ট ২০২৪ (বাসস) : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়মের আশেপাশে সড়কের যানজট নিয়ন্ত্রণে কাজ করা শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
স্টেডিয়ামের চারপাশে যানবাহন চলাচলে কাজ করা স্বেচ্ছাসেবকদের মধ্যে ২৫০ খাবারের প্যাকেট বিতরণ করেন বিসিবি মিডিয়া বিভাগের কর্মচারীরা।
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর উদ্ভূত পরিস্থিতির কারণে ধর্মঘটে যান পুলিশ সদস্যরা।
সড়কের দায়িত্বে ছিলেন না ট্রাফিক পুলিশের সদস্যরা। এ সময় সড়কে বিশৃঙ্খলা ঠেকাতে প্রতিটি মোড়ে মোড়ে ট্রাফিকের ন্যায় কাজ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা।
রাস্তার সিগন্যাল নিয়ন্ত্রনে যখন কেউ ব্যস্ত, তখন অন্যদিকে কেউ সিগন্যাল না মানলে চালককে আটকে রাখছে। এ কারনে দুর্ভোগ কমায় রাস্তার যানজটও কম হয়েছে।
হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের রাস্তায় চলাচলে সতর্ক করছে যান চলাচলে সহায়তাকারী শিক্ষার্থীরা। যারা নিয়ম লঙ্ঘন করে, তাদের শাস্তি হিসেবে ৫ থেকে ১০ মিনিট রাস্তায় অপেক্ষা করে রাখা হয়। এমনকি রাস্তা পরিষ্কারের কাজও করছেন শিক্ষার্থীরা।