বাসস
  ১৮ আগস্ট ২০২৪, ১৯:০৭

পেনাল্টিতে স্টুটগার্টকে হারিয়ে জার্মান সুপার কাপের শিরোপা জিতলো লেভারকুসেন

বার্লিন, ১৮ আগস্ট ২০২৪ (বাসস/এএফপি) : মৌসুমের প্রথম শিরোপা জার্মান সুপার কাপ জয় করেছে বায়ার লেভারকুসেন। শনিবার পেনাল্টিতে স্টুটগার্টকে পেনাল্টিতে ৪-৩ গোলে হারিয়ে ১০ জনের লেভারকুসেন প্রথমবারের মত এই শিরোপা জয়ের কৃতিত্ব দেখায়। 
লেভারকুসেনের বে এরেনাতে অনুষ্ঠিত ম্যাচে ১১ মিনিটে ভিক্টর বোনিফেস স্বাগতিকদের এগিয়ে দেন। চার মিনিট পর এনজো মিলোট স্টুটগার্টকে সমতায় ফেরান। বিরতির ঠিক আগে মার্টিন টেরিয়ার বিপদজনক ট্যাকেলের কারনে সরাসরি লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে গেলে ১০ জনের দলে পরিণত হয় লেভারকুসেন। দ্বিতীয়ার্ধে স্টুটগার্টকে এগিয়ে দেন ডেনিজ উনডাভ। ম্যাচ শেষের দুই মিনিট আগে প্যাট্রিক শিক লেভারকুসেনকে সমতা উপহার দেন। পেনাল্টিতে বায়ার্ন মিউনিখ থেকে ধারে খেলতে আসা ফ্র্যান্স ক্রায়েটিজ ও সিলাস এমভুম্পা নিজেদের সুযোগ নষ্ট করেন। বিপরীতে লেভারকুসেন তাদের সবগুলো শটই গোলে পরিনত করেছেন। 
ম্যাচ শেষে লেভারকুসেন কোচ জাভি আলোনসো বলেছেন, ‘একজন কম নিয়ে খেলেও শেষ ১০-১৫ মিনিট আমরা যেভাবে খেলেছি তা সত্যিই অভাবনীয়। মৌসুমের শুরুটা যেভাবে হলো তাতে আমি সন্তুষ্ট।’