শিরোনাম
ঢাকা, ২০ আগস্ট ২০২৪ (বাসস) : টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড মোটেও ভালো না। ১৩ টেস্ট খেলে একটিও জিততে পারেনি টাইগাররা। আগামীকাল থেকে শুরু হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে ভালো কিছু করার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
নিজেদের টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত ১৪২টি টেস্টের মধ্যে মাত্র ১৯টি জিতেছে বাংলাদেশ। এরমধ্যে পাকিস্তানের বিপক্ষে ১৩ টেস্টে অংশ নিয়ে ১২টিতে হার ও ১টিতে ড্র করেছে টাইগাররা। ২০১৫ সালে ঘরের মাটিতে ড্র হওয়া টেস্টটি এখন অবধি পাকিস্তানের বিপক্ষে লাল বলের ক্রিকেটে সেরা সাফল্য বাংলাদেশের।
পাকিস্তানের বিপক্ষে লজ্জাজনক রেকর্ডের ইতি টানতে চান শান্ত। আজ রাওয়ালপিন্ডিতে সাংবাদিকদের শান্ত বলেন, ‘আমি মনে করি এটি (পাকিস্তান ১২-০ বাংলাদেশ) শুধুমাত্র একটি রেকর্ড এবং এই রেকর্ড পরিবর্তন করা যেতে পারে। জানি কাজটা মোটেই সহজ নয়। কিন্তু আমি আগেই বলেছি আমরা ভারসাম্যপূর্ণ দল পেয়েছি। এই সফরে বিশেষ কিছু করার ব্যপারে আমরা আশাবাদী। এখানে খেলতে ছেলেরা মুখিয়ে আছে।’
গত মার্চে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ বাদ দিলে গত দুই বছরে মোটামুটি ভালো পারফরমেন্স করেছে বাংলাদেশ। যদিও বেশিরভাগ ম্যাচেই নিজেদের সেরাটা দিতে পারেনি ব্যাটাররা। শ্রীলংকার বিপক্ষে দুই টেস্টে হারলেও শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১এ ড্র করে টাইগাররা। আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে জয় পায় বাংলাদেশ।
ঘরের মাঠে প্রায় অজেয় পাকিস্তান দলের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতা অব্যাহত থাকলে টেস্ট সিরিজে সাফল্য পাওয়া যাবে না বলে মনে করেন শান্ত। সর্বশেষ পাকিস্তান সফরে ইনিংস ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ।
শান্ত বলেন, ‘সবাই জানে দীর্ঘ দিন ধরে আমাদের ব্যাটিং ভালো হচ্ছে না। শ্রীলংকার বিপক্ষে শেষ টেস্ট সিরিজে ব্যাটিং ব্যর্থতায় আমরা হেরেছিলাম। তবে আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। যতটা সময় পেয়েছি নিজেদের প্রস্তুত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি আমরা।’
তিনি আরও বলেন, ‘ড্রেসিংরুমের সবাই বিশ্বাস করে এবার আমরা ব্যাটিং ইউনিট হিসেবে ভালো করবো। টেস্ট জিততে হলে একই সাথে বোলিংয়েও ভালো করা জরুরী। আমাদের ভালো বোলিং আক্রমণ আছে। আমি মনে করি দল হিসেবে এবার আমাদের সুবর্ণ সুযোগ আছে।’
দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের ইনজুরি নিয়ে শান্ত জানান, আঙুলের ইনজুরি থেকে পুরোপুরি ভাবে সুস্থ হয়ে উঠায় প্রথম টেস্টে খেলতে পারবেন এই ডান-হাতি ব্যাটার। তবে এখনও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেননি ওপেনার মাহমুদুল হাসান জয়।
শান্ত বলেন, ‘এই মুহূর্তে বেশিরভাগ ক্রিকেটারই ফিট আছে। প্রথম টেস্টের জন্য মুশফিককে পাওয়া গেলেও জয়কে নিয়ে অস্বস্তি আছে।’
ইতোমধ্যেই প্রথম টেস্টের একাদশ ঘোষনা করেছে পাকিস্তান। তবে রাওয়ালপিন্ডির উইকেট দেখেই একাদশ ঠিক করা হবে বলে জানিয়েছেন শান্ত। তিনি বলেন, ‘আমাদের পেস আক্রমণ দুর্দান্ত ফর্মে আছে এবং দলে কিছু বিশ্বমানের স্পিনার রয়েছে। আমরা সব কিছুর জন্য প্রস্তুত আছি। উইকেট দেখে প্রথম টেস্টের একাদশ সাজাবো আমরা। আমি যা জেনেছি এই উইকেট থেকে পেসাররা সুবিধা পাবে। এজন্য এমন উইকেটে বল করার জন্য উদগ্রীব হয়ে আছে দলের পেসাররা।’