বাসস
  ২১ আগস্ট ২০২৪, ১৫:৫৭
আপডেট  : ২১ আগস্ট ২০২৪, ১৭:১২

প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

রাওয়ালপিন্ডি, ২১ আগস্ট ২০২৪ (বাসস) : রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
রাওয়ালপিন্ডিতে আজ সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট শুরু হবার কথা ছিলো। কিন্তু বৃষ্টি ও মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময় শুরু হতে পারেনি ম্যাচটি।
অবশেষে বাংলাদেশ সময় বেলা ৩টায় টস অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ৩টায় ম্যাচ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম দিনের শুরুতে ৪ ঘন্টা সময় নষ্ট হওয়ায় ৪৮ ওভার খেলার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচ অফিসিয়ালরা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রথম দিনের খেলা হবে। ঐ সময়ের মধ্যে ৪৮ ওভার সম্ভব না হলে আরও আধঘণ্টা বেশি খেলা হবে।
এখন পর্যন্ত ১৩টি টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। এরমধ্যে ১২টিতে জিতেছে পাকিস্তান। ১টি টেস্ট ড্র হয়।
এই সিরিজ বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে ৫ ম্যাচ খেলে ২ জয়, ৩ হারে ৩৬.৬৬ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে পাকিস্তান। ৪ ম্যাচে ১ জয়, ৩ হারে ২৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ : শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আঘা, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আলি ও খুররাম শাহজাদ।