শিরোনাম
লন্ডন, ২১ আগস্ট ২০২৪ (বাসস/এএফপি) : স্প্যানিশ জায়ান্ট এ্যাথলেটিকো মাদ্রিদের সাথে চুক্তিতে স্বাক্ষর করেছেন চেলসির ইংলিশ মিডফিল্ডার কনর গালাহার। প্রিমিয়ার লিগ ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
পর্তুগালের ২৪ বছর বয়সী এ্যাটাকিং মিডফিল্ডার হুয়াও ফেলিক্স ৪০ মিলিয়ন পাউন্ডে এ্যাথলেটিকো থেকে স্থায়ীভাবে চেলসিতে আসার পর গালাহারের দলবদল তরান্বিত হয়। ২০২২-২৩ মৌসুমের দ্বিতীয় ভাগে স্ট্যামফোর্ড ব্রীজে ছয় মাসের ধারে খেলতে এসে ফেলিক্স খুব একটা সুবিধা করতে পারেননি। ২০ ম্যাচে করেছিলেন মাত্র ৪ গোল। গত মৌসুমে ধাওে খেলেছেন বার্সেলোনায়।
স্ট্রাইকার সামু ওমোরোডিওনকে গত সপ্তাহে দল থেকে ছাড়তে ব্যর্থ হবার পর গালাহারকে দলে নিতে কিছুটা অস্বস্তিতে পড়ে এ্যাথলেটিকো। গালাহারকে দলে নিতে হলে এ্যাথলেটিকোকে ওমরোডিওন অথবা অন্য কোন খেলোয়াড়কে অন্যত্র বিক্রি করার প্রয়োজন দেখা দেয়। ৩৩ মিলিয়ন পাউন্ডে তাকে এ্যাথলেটিকো দলে ভিড়িয়েছে বলে স্প্যানিশ গণমাধ্যম সূত্র নিশ্চিত করেছে।
গত মৌসুমে গালাহার চেলসির হয়ে ৫০টি ম্যাচ খেলেছেন। রেসি জেমসের অনুপস্থিতিতে নিয়মিত ভাবেই অধিনায়কের আর্মব্যান্ড পড়ে তিনি মাঠে নেমেছেন। ২৪ বছর বয়সী এই মিডফিল্ডার চেলসির হয়ে ২০১৯ সালে ইউরোপা লিগের শিরোপা জয় করেছেন। চেলসির জার্সিতে ৯৫ ম্যাচে গালাহার ১০ গোল করেছেন।