বাসস
  ৩০ আগস্ট ২০২৪, ১৪:০৯

চ্যাম্পিয়ন্স লিগ-ড্র: প্রথম পর্বেই মুখোমুখি হচ্ছে গত আসরের দুই ফাইনালিস্ট মাদ্রিদ-ডর্টমুন্ড

মোনাকো, ৩০ আগস্ট ২০২৪ (বাসস/এএফপি) : বধিত কলেবরের নতুন ফর্মেটের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র গতকাল ফরাসি শহর মোনাকোতে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী এবার শুরুতেই মুখোমুখি হচ্ছে বেশ কিছু হেভিওয়েট দল, যার মধ্যে অন্যতম গত আসরের ফাইনালের দুই প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড। 
৩৬ ক্লাবের নতুন ফর্মেট অনুযায়ী প্রতিটি দল ভিন্ন আটটি প্রতিপক্ষের বিপক্ষে গ্রুপ পর্বের পরিবর্তে সিঙ্গেল লিগ পদ্ধতিতে আটটি ম্যাচ খেলবে। 
রেকর্ড ১৫ বারের বিজয়ী মাদ্রিদ ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে দলে ভিড়িয়ে নিজেদের আরো শক্তিশালী করেছে। প্রথম পর্বে তাদের অন্য প্রতিপক্ষ হলো লিভারপুল, এসি মিলান ও আটালান্টা। এ মাসের শুরুতে ওয়ারস’তে উয়েফা সুপার কাপে ইউরোপা লিগ বিজয়ী আটালান্টাকে পরাজিত করে মাদ্রিদ শিরোপা জয় করেছে। 
এক মৌসুম পর আবারো চ্যাম্পিয়ন্স লিগে ফিরে আসা লিভারপুলের প্রতিপক্ষ মিলান ও টুর্নামেন্টে প্রথমবারের মত খেলতে আসা লা লিগার বিস্ময় দল জিরোনা।  এছাড়া সাবেক লিভারপুল মিডফিল্ডার জাভি আলোনসোর অধীনে জার্মান চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেনের বিপক্ষে মাঠে নামবে অল রেডসরা। 
লিভারপুল ম্যানেজার আর্নে স্লট ড্র’র পর বলেছেন, ‘এ্যানফিল্ডে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচটিকে ঘিড়ে সকলের নজড় থাকবে। কারন মাদ্রিদ বর্তমান চ্যাম্পিয়ন। কিন্তু একইসাথে অন্য দলগুলোর দিকেও মনোযোগী হতে হবে। চ্যাম্পিয়ন্স লিগে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।’
২০২৩ সালের বিজয়ী পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে ইতালিয়ান চ্যাম্পিয়ন ইন্টার মিলান ছাড়াও পিএসজি ও জুভেন্টাসের বিপক্ষে এ্যাওয়ে ম্যাচে খেলবে। তবে তাদের বাকি প্রতিপক্ষ তুলনামূলক সহজ, যাদের মধ্যে রয়েছে ক্লাব ব্রাগ, স্পার্টা প্রাগ ও স্লোভান ব্রাতিসলাভা। 
জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ খেলবে পিএসজি ও বার্সেলোনার বিপক্ষে, আর্সেনালের অন্যতম বড় প্রতিপক্ষ ইন্টার ও পিএসজি।
পিএসজির কাতারি সভাপতি নাসির আল-খেলাইফি বলেছেন, ‘সেরা ক্লাবগুলোকে নিয়ে এটা বিশে^র সেরা প্রতিযোগিতা। নতুন ফর্মেটে সবকিছুই কঠিন হয়ে গেছে। এখন সবদিক চিন্তা করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’
সনাতনী ৩২টি দলের পরিবর্তে এবারের আসরে ৩৬টি দল অংশ নিচ্ছে। চারটি পটে নয়টি করে দল নিয়ে ড্র অনুষ্ঠিত হয়েছে। অতীতে পুরো ড্র প্রক্রিয়া স্বাভাবিক নিয়মে অনুষ্ঠিত হলেও নতুন ফর্মেট কিছুটা জটিল ও সময়সাপেক্ষ হওয়ায় আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের দ্বারস্থ হতে হয়েছে উয়েফাকে। প্রতিটি দলের নাম উঠিয়েছেন ইতালিয়ান গোলরক্ষক গিয়ানলুইগি বুফন, প্রতিপক্ষ দলগুলোর নাম কম্পিউটারের সাহায্যে সকলের সামনে প্রকাশ করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। 
প্রতিটি দল চারটি পট থেকে হোম এ্যান্ড এ্যাওয়ে পদ্ধতিতে দুটি করে ক্লাবের মোকাবেলা করবে। আসরের প্রথম ম্যাচগুলো ১৭, ১৮ ও ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ম্যাচের সংখ্যা বেশী হওয়ায় জানুয়ারিতে প্রথম পর্বের শেষ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ৩৬ দলের মধ্যে শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলতে যাবে। ৯ম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলোর মধ্যে প্লে-অফ রাউন্ডের মাধ্যমে বাকি আট দল নির্ধারিত হবে। নীচের দিকে থাকা বাকি ১২ দল বিদায় নিবে। 
চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফর্মেটের পাশাপাশি প্রাইজ মানিও প্রায় ২৫ শতাংশ বাড়ানো হয়েছে। টুর্নামেন্টের বিজয়ী দল প্রাইজ মানি হিসেবে ৮৬ মিলিয়ণ ইউরো পকেটে পুড়বে। 
নতুন মৌসুমের ইউরোপা লিগ ও তৃতীয় টায়ারের কনফারেন্স লিগেও ৩৬টি করে ক্লাব অংশ নিবে।