শিরোনাম
লন্ডন, ৭ সেপ্টেম্বর ২০২৪ (বাসস) : কনুইয়ের ইনজুরির কারনে শেষ পর্যন্ত চলতি বছরের বাকি সময় আর মাঠে নামতে পারছেন না ইংল্যান্ড পেসার মার্ক উড। দলের আসন্ন পাকিস্তান ও নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজ মিস করবেন তিনি।
শ্রীলংকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে বোলিংয়ের সময় ঊরুর ইনজুরিতে পড়েন উড। এজন্য সতর্কতার কারনে পরের দুই টেস্টের জন্য দলের বাইরে রাখা হয় তাকে। কিন্তু কনুইয়ে অস্বস্তিবোধ করায় নিয়মিত চেকআপ করতে গিয়ে সেখানে সমস্যা ধরা পড়ে উডের। ইনজুরির কারণে মৌসুম্রে বাকি সময়ের জন্য নিজের নাম প্রত্যাহারের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন উড।
ইনস্টাগ্রামে উড লিখেছেন, ‘আগে থেকেই কনুইয়ে ব্যাথা ছিল। ভেবেছিলাম রুটিন চেকআপ হবে। কিন্তু আমি জানতে পেরে অবাক হলাম, আমার ডান কনুইয়ে হাড়ে ইনজুরি আছে।’
তিনি আরও লিখেন, ‘ওল্ড ট্রাফোর্ডে কুঁচকিতে সামান্য টান লাগার পর কনুইয়ে অস্বস্তি থাকায় আমি ও চিকিৎসক দল মনে করেছিলাম, কনুইয়ের পরীক্ষা করার ভালো সুযোগ এটি। আমি মনে করেছিলাম, ছোট ধরণের ইনজুরিতে নিয়ে পেসারদের যেমন খেলতে হয়, যা নিয়ে আমি খেলেছি। কিন্তু আমি খুবই অবাক হয়েছি কারন, এত বড় সমস্যা নিয়েই টেস্ট ক্রিকেট খেলছিলাম এবং যা ধীরে ধীরে বাড়ছিলো।’
ইনজুরি থেকে সুস্থ হতে ইংল্যান্ড মেডিকেল দলের সাথে কাজ করবেন উড। আগামী বছরের শুরুতে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে তার। বছরের শুরুতে ভারত সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড। এরপর ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পাকিস্তান সফরে যাবে ইংলিশরা।
উড আরও বলেন, ‘আমি বছরের বাকি সময়গুলো মিস করবো। নিজেকে ফিট করে তুলতে বিশ্রাম ও সময় প্রয়োজন। ২০২৫ সালের শুরুর দিকে মাঠে ফেরার আশা করছি। এর আগেও এমন পরিস্থিতির মোকাবেলা করেছি এবং পর্দার আড়ালে লড়াই করেছি। দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত এবং এর চেয়ে ভালো কোন অনুভূতি নেই। ২০২৫ সালে মাঠের লড়াইয়ে আবারও দেখা হবে।’
চলতি বছর পাকিস্তান ও নিউজিল্যান্ড সফরে ৬টি টেস্ট খেলবে ইংল্যান্ড।