শিরোনাম
ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৪ (বাসস) : সাথী রানির হাফ-সেঞ্চুরি ও লেগ স্পিনার রাবেয়া খানের বোলিং নৈপুন্যে শ্রীলংকা নারী ‘এ’ দলের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ডাবল লিড নিলো বাংলাদেশ। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলংকাকে। প্রথম ম্যাচ ৭ উইকেটে জিতেছিলো বাংলাদেশ।
কলম্বোর পি সারা ওভালে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান করে বাংলাদেশ। ওপেনার সাথী ৭টি চারে ৪০ বলে সর্বোচ্চ ৫০ রান করেন।
এছাড়া সোবহানা মোস্তারি ৫টি চারে ৩৯ বলে ৩৯ এবং নিগার সুলতানা ৩টি চার ও ১টি ছক্কায় ২৪ বলে অপরাজিত ৩৪ রান করেন।
১৬৫ রানের টার্গেটে রাবেয়ার সাথে অন্য দুই স্পিনার সুলতানা খাতুন ও ফাহিমা খাতুনের ঘূর্ণিতে পড়ে ১৬.৪ ওভারে মাত্র ৬০ রানে অলআউট হয় শ্রীলংকা।
২.৪ ওভারে ৪ রান দিয়ে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার রাবেয়া। সুলতানা ও ফাহিমা ২টি করে উইকেট নেন।
আগামী ১৫ সেপ্টেম্বর একই ভেন্যুতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে দু’দল।