শিরোনাম
ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৪ (বাসস) : ঘরের মাঠে অজেয় রেকর্ড থাকা সত্ত্বেও ভারতের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
চার হাজার দিনের বেশি সময় ধরে ঘরের মাঠে টেস্ট সিরিজে অপরাজিত ভারত। কিন্তু সদ্য পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় শান্তকে বাড়তি আত্মবিশ^াস দিচ্ছে।
ভারতের বিপক্ষে ১৩ ম্যাচ খেলে কখনই টেস্ট জিততে পারেনি বাংলাদেশ। ১১টিতে হার এবং ২টি ড্র করেছে টাইগাররা। ২০১৯ সালে সর্বশেষ ভারত সফরে পেস সহায়ক পিচে স্বাগতিক বোলারদের তোপে টেস্ট সিরিজের দুই ম্যাচই তিনদিনে ইনিংস ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ।
ভারতের বিপক্ষে থাকা প্রায় একই রকমের রেকর্ড নিয়ে পাকিস্তানে গিয়েছিলো বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের মাটিতে খেলতে নেমে অতীতের দুঃস্মৃতি মুছে দিয়েছে টাইগাররা। দেশের ক্রিকেট ইতিহাসে ঐতিহাসিক সিরিজ জয়ের নজির গড়েছে বাংলাদেশ।
শান্ত জানান, ভারতের বিপক্ষে জয়ের জন্য একঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে অতীতের চেয়ে এবার অনেক বেশি প্রস্তুত বাংলাদেশ।
ভারতের বিপক্ষে সিরিজের জন্য আজ চেন্নাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের শান্ত বলেন, ‘এটি আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং সিরিজ হতে যাচ্ছে। এজন্য আমরা অনেক বেশি সর্তক।’
তিনি আরও বলেন, ‘পাকিস্তানে ভালো সিরিজের পর দল এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। এই দল অতিরিক্ত আত্মবিশ্বাসী এবং ছেলেরা বিশ^াস করে, আমরা ভারতকে হারাতে পারি। প্রতিটি সিরিজই একটি সুযোগ। আমরা দু’টি ম্যাচই জয়ের জন্য খেলবো।’
ঘরের মাঠে ভারতের অজেয় রেকর্ডের দিকে না তাকিয়ে নিজেদের প্রক্রিয়া অব্যাহত রাখার লক্ষ্যের কথা জানান শান্ত।
তিনি বলেন, ‘প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন ম্যাচ জয়ের জন্য প্রক্রিয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। আমাদের লক্ষ্য নিজেদের সেরাটা উজার করে দেওয়া। আমরা যদি আমাদের কাজ সঠিকভাবে করতে পারি তাহলে ভাল ফলাফল সম্ভব।’
ভারত সফরে একদিক দিক দিয়ে কিছুটা এগিয়ে থাকবে বাংলাদেশ। কিছুদিন আগেই টেস্ট খেলেছে টাইগাররা। অপরদিকে এ বছরের জানুয়ারিতে সর্বশেষ টেস্ট খেলেছিলো ভারত। যেহেতু আট মাস আগে টেস্ট খেলেছে এজন্য কিছুটা চাপে থাকবে ভারত। প্রতিপক্ষের চাপে থাকার সুযোগটা লুফে নিতে চাইবে বাংলাদেশ।
শান্ত বলেন, ‘র্যাংকিংয়ে আমাদের চেয়ে অনেক এগিয়ে ভারত। কিন্তু সম্প্রতি আমরা ভালো খেলছি। পাকিস্তানে আমাদের ভালো একটি সিরিজ হয়েছে। যা আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছে।’
তিনি আরও বলেন, ‘টেস্ট জিততে হলে পাঁচ দিন ভালো খেলতে হবে। আমাদের লক্ষ্য পাঁচ দিন ভালো খেলা। শেষ দিনে শেষ সেশনে ফল আসতে পারে। আমরা যদি পাঁচ দিন ভালো ক্রিকেট খেলি তাহলে শেষ সেশনে জয়ের সুযোগ আছে।’
১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে প্রথম টেস্ট এবং ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও ভারত। দুই টেস্টের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দু’দল।
ইতোমধ্যেই বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ভারত। হঠাৎ করে টেস্টে বাংলাদেশের জ¦লে উঠায় চিন্তিত টিম ইন্ডিয়া। সেটি ভারতের অনুশীলনের পদ্ধতিতে ফুটে উঠেছে।
২০২২ সালের ডিসেম্বরে মিরপুরে দু’দলের সর্বশেষ টেস্টে ভারতকে হারের মুখে ঠেলে দিয়েছিলো বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩ উইকেটে স্বস্তির জয় পায় টিম ইন্ডিয়া। টেস্টে বাংলাদেশের দুর্দান্ত লড়াই ইঙ্গিত দিচ্ছে এই সংস্করণে এখন আর সহজ দল নয় তারা।