বাসস
  ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৫

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এক মাসের জন্য মাঠের বাইরে ওলমো

বার্সেলোনা, ১৬ সেপ্টেম্বর ২০২৪ (বাসস/এএফপি) : হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন বার্সেলোনা মিডফিল্ডার ডানি ওলমো, ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
স্প্যানিশ এই প্লেমেকার রোববার লা লিগায় জিরোনার বিরুদ্ধে ৪-১ গোলে জয়ের ম্যাচটিতে গোল করেছিলেন। কিন্তু পরবর্তীতে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন। 
বার্সেলোনার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সোমবার সকালে ডানি ওলমোর বিভিন্ন পরীক্ষার পর ডান হ্যামস্ট্রিংয়ে চোট সনাক্ত হয়েছে। আগামী চার থেকে পাঁচ সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হতে পারে বলে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন।’
ইনজুরির কারনে মোনাকো ও ইয়ং বয়েজের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সেলোনার হয়ে খেলতে পারছেন না ওলমো। একইসাথে লা লিগারও বেশ কয়েকটি ম্যাচ তিনি মিস করবেন। অক্টোবরের শুরুতে ডেনমার্ক ও সার্বিয়ার বিরুদ্ধে নেশন্স লিগে ইউরো ২০২৪ জয়ী স্পেনের হয়ে দুটি ম্যাচেও তিনি অনুপস্থিত থাকবেন। 
২৬ বছর বয়সী এই মিডফিল্ডারের আগামী ২৩ অক্টোবর বায়ার্ন মিউনিখ সফরে অথবা ২৭ অক্টোবর রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।
এবারের গ্রীষ্মে আরবি লিপজিগ থেকে বার্সেলোনায় যোগ দেবার পর তিন ম্যাচে এ পর্যন্ত তিন গোল করেছেন ওলমো।