বাসস
  ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১১

ভারতের মাটিতে টেস্টে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে হাসানের অনন্য কীর্তি

চেন্নাই, ২০ সেপ্টেম্বর ২০২৪ (বাসস) : ভারতের মাটিতে প্রথম বাংলাদেশি বোলার  হিসেবে টেস্টের এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন পেসার হাসান মাহমুদ। ক্রিকেটের তিন সংস্করন মিলিয়ে মুস্তাফিজুর রহমানের পর দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে ভারতের মাটিতে ইনিংসে ৫ উইকেট নিলেন হাসান।   
চেন্নাইয়ে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২২ দশমিক ২ ওভারে ৮৩ রানে ৫ উইকেট নেন হাসান। ৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত ইনিংস ৫ উইকেট নিলেন তিনি। তবে ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্ট সংস্করণে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার অনন্য রেকর্ড গড়লেন হাসান।
ভারতের মাটিতে এর আগের টেস্ট সেরা বোলিং ছিলো পেসার আবু জায়েদের। ২০১৯ সালে ইন্দোর টেস্টের প্রথম ইনিংসে ২৫ ওভারে ১০৮ রানে ৪ উইকেট নিয়েছিলেন আবু জায়েদ।
ওয়ানডে ফরম্যাটে ভারতের মাটিতে সেরা বোলিং ফিগার স্পিনার মাহেদি হাসানের। ২০২৩ ওয়ানডে বিশ^কাপে ইংল্যান্ডের বিপক্ষে ৮ ওভারে ৭১ রানে ৪ উইকেট নিয়েছিলেন মাহেদি।  
ভারতের মাটিতে টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার মুস্তাফিজের। ২০১৬সালের টি-টোয়েন্টি বিশ^কাপে কোলকাতার ইডেন গার্ডেন্সে সুপার টেন-এ নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ ওভারে ২২ রানে ৫ উইকেট নিয়েছিলেন কাটার মাস্টার ফিজ।
ভারতের বিপক্ষে টেস্টের এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়া পঞ্চম বোলার হলেন হাসান। এর আগে ভারতের বিপক্ষে ২০০০ সালে ঢাকায় বাংলাদেশের অভিষেক টেস্টের অধিনায়ক নাইমুর রহমান (৬/১৩২), ২০১০ সালে চট্টগ্রামে সাকিব আল হাসান (৫/৬২), ২০১০ সালে চট্টগ্রামে শাহাদাত হোসেন (৫/৭১) এবং ২০২২ সালে মিরপুরে মেহেদি হাসান মিরাজ (৫/৬৩) ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন।