শিরোনাম
গল, ২৭ সেপ্টেম্বর ২০২৪ (বাসস) : তিন ব্যাটার দিনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস ও কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসের রানের পাহাড় গড়েছে স্বাগতিক শ্রীলংকা। ৫ উইকেটে ৬০২ রানে ইনিংস ঘোষনা করেছে লংকানরা। জবাবে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ২২ রান করেছে নিউজিল্যান্ড। ৮ উইকেট হাতে নিয়ে ৫৮০ রানে পিছিয়ে সফরকারী কিউইরা।
গল-এ প্রথম দিন শেষে ৯০ ওভারে ৩ উইকেটে ৩০৬ রান করেছিলো শ্রীলংকা। ১১৬ রানে আউট হয়েছিলেন চান্ডিমাল।
আজ, দ্বিতীয় দিন চান্ডিমালের সাথে সেঞ্চুরির তালিকায় নাম তুলেছেন কামিন্দু ও কুশল। টেস্ট ক্যারিয়ারের অষ্টম ম্যাচের ১৩তম ইনিংসে পঞ্চম সেঞ্চুরির স্বাদ নিয়েছেন কামিন্দু। ফলে রেকর্ড বইয়ে কিংবদন্তি অস্ট্রেলিয়ার ডন ব্রাডম্যানের পাশে বসলেন তিনি। টেস্টে প্রথম ১৩ ইনিংসে ৫ টেস্ট সেঞ্চুরি করেছিলেন ব্রাডম্যান।
ইনিংন বিববচনায় টেস্ট ক্রিকেটে দ্রুত ৫ সেঞ্চুরির রেকর্ড স্যার এভারটন উইকসের। ক্যারিয়ারের প্রথম পাঁচ সেঞ্চুরি করতে ১০ ইনিংস খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার।
রেকর্ড ইনিংসে ১৬টি চার ও ৪টি ছক্কায় ২৫০ বলে ১৮২ রানে অপরাজিত থাকেন কামিন্দু।
টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরির ইনিংসে ১০৬ রান করেন কুশল। ১৪৯ বলের ইনিংসে ৬টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি। নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ১৪১ রানে ৩ উইকেট নেন।
শ্রীলংকার বিশাল রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে খেলতে নেমে বিপদে পড়েছে নিউজিল্যান্ড। ১৪ ওভার ব্যাট করে দুই ওপেনারকে হারিয়েছে তারা। টম লাথাম ২ ও ডেভন কনওয়ে ৯ রানে আউট হন। কেন উইলিয়ামসন ৬ ও আজাজ প্যাটেল শূন্য হাতে অপরাজিত আছেন।