শিরোনাম
কানপুর, ২৮ সেপ্টেম্বর ২০২৪ (বাসস) : বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। আগের রাত থেকে হওয়া বৃষ্টির কারনে দ্বিতীয় দিন মাঠে নামতে পারেনি দু’দল। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৪ মিনিটে দিনের খেলার ইতি টানেন ম্যাচ অফিসিয়ালরা।
কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বৃষ্টি ও আলো স্বল্পতার কারনে টেস্টের প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা হয়। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দিন শেষে ৩ উইকেটে ১০৭ রান করেছিলো বাংলাদেশ।
ওপেনার জাকির হাসান শূন্য, সাদমান ইসলাম ২৪ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩১ রানে সাজঘরে ফিরেন। দিন শেষে অপরাজিত থাকেন মোমিনুল হক ও মুশফিকুর রহিম।
৭টি চারে মোমিনুল ৪০ এবং ১টি বাউন্ডারিতে মুশফিকুর রহিম অপরাজিত ৬ রান করেন। আকাশ দীপ ৩৪ রানে ২ এবং রবীচন্দ্রন অশি^ন ২২ রানে ১ উইকেট নেন।
চেন্নাইয়ে প্রথম টেস্ট ২৮০ রানে জিতে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত।