বাসস
  ০৪ অক্টোবর ২০২৪, ২০:১২
আপডেট  : ০৪ অক্টোবর ২০২৪, ২০:৪৫

শুরুর আগেই বাংলাদেশ সফর শেষ বার্গারের

ডারবান, ৪ অক্টোবর ২০২৪ (বাসস) : পিঠের ইনজুরির কারনে বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি পেসার নান্দ্রে বার্গার। 
সামাজিক যোগাযোগমাধ্যমে বার্গারের পিঠের ইনজুরির কথা নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। 
এক বিবৃতিতে সিএসএ জানিয়েছে, ‘পিঠের নীচের অংশে অস্বস্তি অনুভব করেন বার্গার। পরবর্তীতে স্ক্যানে ইনজুরির বিষয়গুলো স্পষ্ট হয়েছে।’
বাংলাদেশ সিরিজ ছাড়াও আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান সীমিত ওভারের সিরিজ থেকেও ছিটকে গেছেন  বার্গার। 
ইনজুরি থেকে সুস্থ হতে পুনর্বাসন প্রক্রিয়ার জন্য দেশে ফিরে যাবেন ২৯ বছর বয়সী বার্গার। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বার্গারের বদলি পরবর্তীতে জানাবে সিএসএ।
বাংলাদেশ সফরের জন্য ঘোষিত দক্ষিণ আফ্রিকা দলে পেস আক্রমনে বার্গারের সাথে ছিলেন অভিজ্ঞ কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন ও পেস অলরাউন্ডার উইয়ান মুল্ডার।
আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। ২১ অক্টোবর থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট এবং ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দু’দল।