শিরোনাম
আবু ধাবি, ৫ অক্টোবর, ২০২৪ (বাসস) : মিডল অর্ডার ব্যাটার ট্রিস্টান স্টাবসের অনবদ্য সেঞ্চুরিতে এক ম্যাচ হাতে রেখে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করলো দক্ষিণ আফ্রিকা। গতরাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ১৭৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। প্রথম ওয়ানডে ১৩৯ রানে জিতেছিলো প্রোটিয়ারা।
আবু ধাবিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬৮ রানের সূচনা পায় দক্ষিণ আফ্রিকা। কনুইতে আঘাত পেয়ে ১৩তম ওভারে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। ৩৫ রান করেন তিনি। এরপর ৪০ রানে বিদায় নেন আরেক ওপেনার রায়ান রিকেলটন।
তিন নম্বরে নামা রাসি ভ্যান ডার ডুসেন ৩৫ রানে আউট হলেও ২৪তম ওভারে দলীয় ১৩৬ রানে ক্রিজে আসেন স্টাবস। চতুর্থ উইকেটে কাইল ভেরেনির সাথে ৮৭ বলে ১০৩ এবং পঞ্চম উইকেটে ওয়াইন মুল্ডারকে নিয়ে ৬২ বলে ৯২ রান যোগ করে দক্ষিণ আফ্রিকার বড় সংগ্রহের পথ তৈরি করেন স্টাবস।
৫টি চারে ভেরেনি ৬৪ বলে ৬৭ এবং ৩টি চার ও ১টি ছক্কায় মুল্ডার ৩৪ বলে ৪৩ রানে আউট হলেও ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ ম্যাচে প্রথম সেঞ্চুরি তুলে নেন স্টাবস। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে ১১২ রানে অপরাজিত থাকেন তিনি। তার ৮১ বলের ইনিংসে ৮টি চার ও ৩টি ছক্কা ছিলো।
স্টাবসের দুর্দান্ত সেঞ্চুরিতে ৫০ ওভারে ৪ উইকেটে ৩৪৩ রানের বড় সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে এটি চতুর্থ সর্বোচ্চ সংগ্রহ প্রোটিয়াদের।
৩৪৪ রানের টার্গেটে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকার পাঁচ পেসারের তোপের মুখে পড়ে ৮৫ রানে ৭ উইকেট হারায় আয়ারল্যান্ড। ১১৭ রানে নবম উইকেট পতনের পর গ্রাহাম হুম ও ক্রেইগ ইয়ংয়ের দৃঢ়তায় দেড়শ রান পার করতে পারে আইরিশরা। শেষ উইকেটে হুম ও ইয়ংয়ের ৪৩ বলে ৫২ রানের জুটিতে ৩০.৩ ওভারে ১৬৯ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।
পাঁচ পেসার লিজাম উইলিয়ামস ৩টি, লুঙ্গি এনগিডি ২টি, ওটনিল বার্টম্যান-আন্দিলে ফেলুকুওয়া ও মুল্ডার ১টি করে উইকেট নেন। এছাড়াও স্পিনার বির্জন ফরটুইন নেন ২ উইকেট। ম্যাচ সেরা হন স্টাবস।
আগামী ৭ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা।