শিরোনাম
জেনেভা, ৫ অক্টোবর, ২০২৪ (বাসস/এএফপি) : ডোপ টেস্টে ধরা পড়ে সব ধরনের ফুটবল থেকে চার বছর নিষিদ্ধ হয়েছিলেন ফরাসি তারকা পল পগবা। সেই শাস্তি ১৮ মাসে কমে আসায় দুঃস্বপ্ন শেষ হয়েছে বলে স্বীকার করেছেন পগবা।
ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের সাথে ২০২৬ সাল চুক্তি রয়েছে পগবার। শাস্তির মেয়াদ কমে আসায় আগামী বছর ১১ মার্চ (৩২তম জন্মদিনের চারদিন আগে) থেকে প্রতিদ্বন্দ্বীতামূলক ফুটবলে পগবা ফিরতে পারবেন।
ব্রিটেন প্রেস এসোসিয়েশন প্রকাশিত এক বিবৃতিতে পগবা বলেছেন, ‘অবশেষে দুঃস্বপ্ন শেষ হলো। আবারো স্বপ্ন দেখার জন্য মুখিয়ে আছি। এই দিনটির অপেক্ষায় ছিলাম। সবসময়ই আমি বলেছি আমার জানামতে কখনই আমি ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সির (ডব্লিউএডিএ) আইন ভঙ্গ করিনি। পুষ্টিবর্ধক সাপ্লিমেন্টের নামে আমি যা গ্রহণ করেছিলাম সেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেয়েছি। এটা আমার পারফরমেন্স উদ্দীপক কিছুই ছিলনা। আমি সবসময়ই সততার সাথে খেলার চেষ্টা করেছি। তারপরও আমার উপর যে অভিযোগ এসেছে তা আমি মেনে নিয়েছি। যদিও এক্ষেত্রে আমার বক্তব্য শোনার জন্য সর্বোচ্চ ক্রীড়া আদালতের (সিএএস) বিচারকদের ধন্যবাদ জানাতে চাই। আমার জীবনে এতটা হতাশাজনক সময় কখনই আসেনি। কারন যেকোন কাজ করতে গিয়ে আমি কঠোর পরিশ্রম করি। কিন্তু তার প্রতিদান এটা হতে পারেনা।’
এর আগে কোর্ট অব আর্বিট্রেশনের এক মুখপাত্র পগবার নিষেধাজ্ঞা কমানোর বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপিকে সিএএস মুখপাত্র বলেছেন, ‘আমি কোর্টের সিদ্ধান্ত নিশ্চিত করতে পারি। ২০১৩ সালের ১১ সেপ্টেম্বর থেকে ১৮ মাসের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।’
২০২৩ সালের আগস্টে উদিনেসের বিপক্ষে সিরি-এ লিগে জুভেন্টাসের ম্যাচের পর নিষিদ্ধ ঔষুধ সেবন করার পর পগবার ডোপ টেস্টের ফলাফল পজিটিভ আসে। একই বছর সেপ্টেম্বরে তাকে সাময়িক ভাবে নিষিদ্ধ করা হয়। এরপর ফেব্রুয়ারিতে ইতালিয়ান ন্যাশনাল এন্টি-ডোপিং ট্রাইবুন্যাল তাকে চার বছরের জন্য নিষিদ্ধ করে।
পগবার মুখপাত্র জানিয়েছে যুক্তরাষ্ট্রের চিকিৎসক তাকে ফুড সাপ্লিমেন্ট হিসেবে টেস্টোটারোন সেবনের পরামর্শ দিয়েছিলেন।
নিষেধাজ্ঞার ঘোষনা শোনার পরপরই পগবা ইন্সটাগ্রামে লিখেছিলেন জেনেশুনে কিংবা ইচ্ছে করে ডোপিং প্রডাক্ট তিনি সেবন করেননি। ঐ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছিলেন, ‘আমি খুবই দু:খিত। পেশাদার ক্যারিয়ার আমার থেকে দুরে সড়ে গেল। এটা কখনই কাম্য নয়।’
২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ জয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন পগবা। জুভেন্টাসের হয়ে প্রথম মেয়াদে পগবা চারটি সিরি-এ শিরোপা জয় করেছেন। কিন্তু ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ফেরার পর নিজেকে মাঠে সেভাবে প্রমাণ করতে পারেননি। ২০২২-২৩ মৌসুমে পগবা জুভেন্টাসের হয়ে মাত্র ১০টি ম্যাচ খেলেছেন। এর কারন মূলত হাঁটুর ইনজুরি, যে কারণে কাতার বিশ্বকাপেও খেলতে পারেননি। ২০২২ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়ে শিরোপা হারায় ফ্রান্স।