বাসস
  ২২ অক্টোবর ২০২৪, ২০:০৬

দ্বিতীয় টেস্টেও খেলা হচ্ছে না উইলিয়ামসনের

ওয়েলিংটন, ২২ অক্টোবর ২০২৪ (বাসস/এএফপি) : উরুর ইনজুরির কারনে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও দল থেকে বাদ পড়েছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেন উইলিয়ামসন।
সাবেক অধিনায়ক উইলিয়ামসনকে রেখে ভারত সফরের দল ঘোষনা করেছিল নিউজিল্যান্ড। কিন্তু উরুর ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় ব্যাঙ্গালুরুতে প্রথম টেস্ট খেলা হয়নি। প্রথম টেস্টে সফরকারীরা ৮ উইকেটের জয় নিশ্চিত করেছিল। 
কিউই কোচ গ্যারি স্টিড এক বিবৃতিতে বলেছেন উইলিয়ামসন দ্রুত সুস্থ হয়ে উঠছেন। কিন্তু এখনো ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত নন। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমরা কেনের পরিস্থিতি পর্যবেক্ষন করছি। সে সঠিক পথেই আছে। কিন্তু এখনো শতভাগ ফিট নয়। আগামী কয়েকদিন তার আরো উন্নতির বিষয়ে আমরা আশাবাদী। আশা করছি তৃতীয় টেস্টের জন্য তাকে আমরা দলে ফিরে পাবো। নিজেকে প্রস্তুত করার জন্য যতটুকু সময় প্রয়োজন আমরা তাকে দিবো। সবকিছু সতর্কতার সাথে পরিচালনা করতে হবে। 
বৃহস্পতিবার থেকে পুনেতে দ্বিতীয় টেস্ট শুরু হবে।
গত মাসে গলে শ্রীলংকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে উরুর অস্বস্তিতে পড়েন নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক উইলিয়ামসন।