বাসস
  ২৩ অক্টোবর ২০২৪, ১৬:৪২

বাংলাদেশ সিরিজে আফগানিস্তান ওয়ানডে দলে তিন নতুন মুখ

কাবুল, ২৩ অক্টোবর ২০২৪ (বাসস/এএফপি) : তিন নতুন মুখ নিয়ে আগামী মাসে শারজাহ’তে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৯ সদস্যের দল ঘোষনা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ওয়ানডে দলে প্রথমবারের মত সুযোগ পেয়েছেন দুই টপ-অর্ডার ব্যাটার ওপেনার সেদিকুল্লাহ আতাল, দারওয়াশ রাসুলি এবং পেসার বিলাল সামি। দেশের হয়ে টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে আতাল ও রাসুলির। তবে এখনও আন্তর্জাতিক অঙ্গনে খেলা হয়নি সামির। 
আফগানিস্তানের হয়ে ৬টি টি-টোয়েন্টিতে ৭২ রান করেছেন আতাল। ওমানে চলমান ইমার্জিং এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে দারুন ছন্দে থাকায় ওয়ানডে দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী এই বাঁ-হাতি ব্যাটার। গ্রুপ পর্বে তিন ম্যাচেই হাফ-সেঞ্চুরির ইনিংস খেলেছেন আতাল। শ্রীলংকার বিপক্ষে ৮৩, বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ৯৫ ও হংকংয়ের সাথে ৫২ রানের ইনিংস খেলেছেন তিনি। আফগানিস্তান জার্সিতে ৭টি টি-টোয়েন্টিতে ৫১ রান আছে ডান-হাতি ব্যাটার রাসুলির।
আতালকে ভবিষ্যত তারকা হিসেবে আখ্যায়িত করেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাচক আহমেদ শাহ সুলিমানখিল। এসিবির দেওয়া বিবৃতিতে সুলিমানখিল বলেন, ‘আমরা আতালকে একজন প্রতিভাবান টপ-অর্ডার ব্যাটার হিসেবে দলে নিয়েছি। ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে সে আমাদের সবাইকে মুগ্ধ করেছে।’ 
ওয়ানডে দলে ফেরানো হয়েছে বাঁ-হাতি স্পিনার নূর আহমেদকে। গত মার্চে শারজাহতে অনুষ্ঠিত আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলেছিলেন তিনি। তবে গত মাসে শারজাহতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তানের ২-১ ব্যবধানে সিরিজ জয়ের দলে ছিলেন না নূর। 
এছাড়াও গোড়ালির অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে দলে ফিরেছেন ওপেনার নাভিদ জাদরান। তবে ডান হাতের ইনজুরি থেকে এখনও সুস্থ হতে না পারায় দলে ফিরতে পারেননি স্পিনার মুজিব উর রহমান।
আসন্ন সিরিজটি আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিতব্য আট জাতির চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতির সেরা মঞ্চ আফগানিস্তানের। 
সীমিত ওভারের ক্রিকেটে ধীরে ধীরে বড় দলে পরিণত হচ্ছে আফগানিস্তান। গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলংকার মত সাবেক বিশ^ চ্যাম্পিয়নদের হারিয়েছিলো আফগানরা। এছাড়া গত জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিলো তারা। 
শারজাহতে বাংলাদেশের বিপক্ষে ৬, ৯ এবং ১১ নভেম্বর তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে আফগানিস্তান।
আফগানিস্তান দল : হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, আবদুল মালিক, রিয়াজ হাসান, সেদিকুল্লাহ আতাল, দরবেশ রাসুলি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, এএম গাজানফর, নূর আহমেদ, ফজলহক ফারুকি, বিলাল সামি, নাভিদ জাদরান, ফরিদ আহমদ মালিক।