বাসস
  ২৪ অক্টোবর ২০২৪, ১১:৪৮

দক্ষিণ আফ্রিকাকে ১০৬ রানের টার্গেট দিলো বাংলাদেশ

ঢাকা, ২৪ অক্টোবর ২০২৪ (বাসস) : দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য দক্ষিণ আফ্রিকাকে ১০৬ রানের টার্গেট দিলো স্বাগতিক বাংলাদেশ।
প্রথম ইনিংসে ২০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ম্যাচের চতুর্থ দিন ৩০৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে ৯৭ রানে আউট হন মেহেদি হাসান মিরাজ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ২৮৩ রান করেছিলো বাংলাদেশ। ৩ উইকেট হাতে নিয়ে ৮১ রানে এগিয়ে থেকে দিন শেষ করেছিলো টাইগাররা। মিরাজ ৮৭ ও নাইম হাসান ১৬ রানে অপরাজিত ছিলেন।
আজ চতুর্থ দিন ১৬ রানেই আউট হন নাইম। এরপর তাইজুল ইসলাম ৭ রানে বিদায় নিলে, ৩০৩ রানে নবম উইকেট হারায় বাংলাদেশ।
দলীয় ৩০৭ রানে বাংলাদেশের শেষ ব্যাটার হিসেবে আউট হন মিরাজ। ১০টি চার ও ১টি ছক্কায় ১৯১ বলে ৯৭ রান করেন তিনি।
দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ৪৬ রানে ৬ উইকেট নেন।