শিরোনাম
ঢাকা, ২৪ অক্টোবর ২০২৪ (বাসস) : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং তাসমেরী গ্রুপ এর পৃষ্ঠপোষকতায় আগামী ৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে “তাসমেরী অনুর্ধ্ব-১৪ স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৪”।
এবারের আসরে ১৬টি বালক এবং ১২টি বালিকা দলসহ সর্বমোট ২৮টি স্কুল হ্যান্ডবল দল অংশগ্রহণ করছে। আসরের সবগুলো খেলা পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
অংশগ্রহণকারী স্কুলগুলো হলো :
বালক বিভাগ : নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয়, মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়, সানিডেইল, মডেল একাডেমি, হীড ইন্টারন্যাশনাল স্কুল, উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয়, খালেদ হায়দার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, সেন্ট গ্রেগরী হাই স্কুল এন্ড কলেজ, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, আইডিয়াল স্কুল এন্ড কলেজ (মতিঝিল), নৌবাহিনী কলেজ, মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুল, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, স্কলাস্টিকা (উত্তরা), উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ।
বালিকা বিভাগ : শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়, সানিডেইল, হীড ইন্টারন্যাশনাল স্কুল, উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয়ন, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, আইডিয়াল স্কুল এন্ড কলেজ (মতিঝিল), নৌবাহিনী কলেজ, স্কলাস্টিকা (উত্তরা), শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজ, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ।