বাসস
  ২৬ অক্টোবর ২০২৪, ১৯:২৮

সৌদি আরবের কোচ হিসেবে ফিরছেন রেনার্ড

ঢাকা, ২৬ অক্টোবর ২০২৪ (বাসস) : সৌদি আরব জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে আবারো ফিরে আসছেন হার্ভে রেনার্ড। সৌদি আরব ফুটবল ফেডারেশনের একটি ঘনিষ্ঠ সূত্র বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে। 

সূত্রটি জানায়, ‘চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হবার পর আগামী কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে ঘোষনা দেয়া হবে।’

রেনার্ডের অধীনে ২০২২ কাতার বিশ্বকাপে ফেবারিট আর্জেন্টিনাকে পরাজিত করে হইচই ফেলে দিয়েছিল সৌদি আরব। গত বছর মার্চে ফ্রান্স জাতীয় নারী দলের দায়িত্ব নিতে সৌদি আরবের চাকরি ছেড়েছিলেন ফ্রেঞ্চম্যান রেনার্ড।  

প্যারিস অলিম্পিকে ব্রাজিলের কাছে কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়ে ফ্রান্সের বিদায়ের পর ৫৬ বছর বয়সী রেনার্ড নারী দলের দায়িত্ব ছেড়েছিলেন। 

সৌদি আরবের কোচ হিসেবে রেনার্ডের স্থলাভিষিক্ত হয়েছিলেন ইতালিয়ান রবার্তো মানচিনি। কিন্তু দলের বাজে পারফরমেন্সে ১৪ মাস পর গত বৃহস্পতিবার রেনার্ড দায়িত্ব থেকে সড়ে দাঁড়ান। বিশেষ করে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ঘরের মাঠ জাপানের কাছে হারের পর বাহরাইনের সাথে ড্র করায় ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলানের সাবেক বস মানচিনির ভবিষ্যত শঙ্কার মুখে পড়ে। 

২০৩৪ বিশ্বকাপের একমাত্র বিডার হিসেবে একটি শক্তিশালী জাতীয় দল গঠনই এখন সৌদি আরবের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।