বাসস
  ২৭ অক্টোবর ২০২৪, ২০:৫৬

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন অধিনায়ক রিজওয়ান

ঢাকা, ২৭ অক্টোবর ২০২৪ (বাসস) : ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। সাবেক অধিনায়ক বাবর আজমের স্থলাভিষিক্ত হয়েছেন রিজওয়ান। 

আগামী নভেম্বরে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরে সীমিত ওভারের সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন রিজওয়ান। 

রিজওয়ানের অধিনায়ক হবার বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। লাহোরে এক সংবাদ সম্মেলনে নকভি বলেন, ‘সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে রিজওয়ানকে নির্বাচিত করার আগে আমরা অংশীজনদের  সাথে আলোচনা করেছি।’

অধিনায়ক হবার পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে রিজওয়ান বলেন, ‘পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া সম্মানের বিষয়। আসন্ন দুই সফরে সাফল্যের জন্য নিজেদের সেরাটা দিয়ে লড়াই করবো আমরা।’

রিজওয়ানের ডেপুটি হিসেবে কাজ করবেন মিডল অর্ডার ব্যাটার সালমান আগা।

পাকিস্তানের হয়ে দুই টেস্টে অধিনায়কত্ব করলেও সীমিত ওভারের ক্রিকেটে কখনও দায়িত্ব পালন করেননি রিজওয়ান। ২০২০ সালে নিউজিল্যান্ড সফরে তৎকালীন অধিনায়ক বাবর ইনজুরিতে পড়লে, টেস্টে নেতৃত্ব দেওয়ার সুযোগ পান রিজওয়ান। 

অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ নভেম্বর থেকে ওয়ানডে এবং ১৪ নভেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে।

জিম্বাবুয়ের সাথে ২৪ নভেম্বর থেকে ওয়ানডে এবং পহেলা ডিসেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে পাকিস্তান।