শিরোনাম
ঢাকা, ২৯ অক্টোবর ২০২৪ (বাসস) : বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাকর ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জয় করেছেন ম্যানচেস্টার সিটি তারকা রড্রি ও বার্সেলোনা নারী দলের তারকা এইতানা বোনমাতি।
পুরুষ ব্যালন ডি’অর : রড্রি (স্পেন/ম্যানচেস্টার সিটি)
নারী ব্যালন ডি’অর : এইতানা বোনমাতি (স্পেন/বার্সেলোনা)
ইউহান ক্রুইফ বর্ষসেরা পুরুষ কোচ : কার্লো আনচেলত্তি (ইতালি/রিয়াল মাদ্রিদ)
ইউহান ক্রুইফ বর্ষসেরা নারী কোচ : এমা হায়েস (ইংল্যান্ড/সাবেক চেলসি ও বর্তমানে যুক্তরাষ্ট্র নারী দলের কোচ)
সর্বোচ্চ গোলদাতার গার্ড মুলার ট্রফি : কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স/পিএসজির সাবেক ও বর্তমানে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়) এবং হ্যারি কেন (ইংল্যান্ড/বায়ার্ন মিউনিখ), উভয়ই ৫২ গোল করেছেন
বর্ষসেরা তরুন খেলোয়াড়ের রেমন্ড কোপা ট্রফি : লামিন ইয়ামাল (স্পেন/বার্সেলোনা)
সেরা গোলরক্ষকের লেভ ইয়াসিন ট্রফি : এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা/এ্যাস্টন ভিলা)
চ্যারিটি কাজের জন্য সক্রেটিস প্রাইজ : জেনিফার হারমোসো (স্পেন/টাইগার্ন মন্টিরে)
সেরা পুরুষ দল : রিয়াল মাদ্রিদ
সেরা নারী দল : বার্সেলোনা