বাসস
  ২৯ অক্টোবর ২০২৪, ১৯:২৩

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েই অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলে ওয়েড

ঢাকা, ২৯ অক্টোবর ২০২৪ (বাসস) : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটার ম্যাথু ওয়েড। অবসরের ঘোষণা দেওয়ার পরই অস্ট্রেলিয়া কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন তিনি। এমনটা নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। 

নিজের অবসর নিয়ে ওয়েড বলেন, ‘সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই আমার মনে হয়েছে, সম্ভবত আন্তর্জাতিক ক্যারিয়ার এখানেই শেষ। গত ছয় মাসে জর্জ বেইলি ও অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সাথে নিয়মিত কথা বলেই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’

জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর কোচিংয়ে যোগ দেওয়ার পরিকল্পনা আগের থেকেই করে রেখেছিলেন বলে জানান ওয়েড, ‘কয়েক বছর ধরেই কোচিংয়ের বিষয়টি আমার মাথায় ছিল। সৌভাগ্যবশত ভালো সুযোগই পেয়ে গেলাম। তাই আমি খুব রোমাঞ্চিত ও কৃতজ্ঞ।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহি নিক হকলি বলেন, ‘দুর্দান্ত আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য ওয়েডকে অভিনন্দন। সব ধরনের ক্রিকেটে খুবই ভালো পারফরমেন্সে করেছে সে।

অবসরের পর দলের কোচিংয়েও ভালো করবে সে। আগামী দিনের তারকা তৈরি করবে এবং বিগ ব্যাশে খেলবে হোবার্টের হয়ে।’

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ওয়েড। 

২০১১ সালে টি-টোয়েন্টি দিয়ে অভিষেক হয় হেডের। এরপর অস্ট্রেলিয়ার হয়ে ৩৬টি টেস্টে ১৬১৩ রান, ৯৭টি ওয়ানডেতে ১৮৬৭ রান এবং ৯২টি টি-টোয়েন্টিতে ২০২ রান করেছেন ৩৬ বছর বয়সী ওয়েড।

২০২১ সালে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন ওয়েড। এছাড়া ১৩টি টি-টোয়েন্টিতে অসিদের নেতৃত্ব দিয়েছেন তিনি।