শিরোনাম
ঢাকা, ৩০ অক্টোবর ২০২৪ (বাসস) : বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ১৩৫ ওভারে ৬ উইকেটে ৫২৭ রান তুলে দ্বিতীয় দিনের চা-বিরতিতে গিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের মাটিতে এটি দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিন ২টি চার ও ৪টি ছক্কায় ৭৮ বলে ৫৯ রান করে বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলামের বলে আউট হন ডেভিড বেডিংহাম। তৃতীয় উইকেটে টনি ডি জর্জির সাথে ১৪৮ বলে ১১৬ রানের জুটি গড়েন বেডিংহাম।
এরপর জর্জি ১২টি চার ও ৪টি ছক্কায় ২৬৯ বলে ১৭৭ এবং প্রথম টেস্টের একমাত্র সেঞ্চুরিয়ান উইকেটরক্ষক কাইল ভেরেনি খালি হাতে বিদায় নেন। দু’জনকেই সাজঘরের পথ দেখান তাইজুল।
ভেরেনিকে বিদায় করে ৪৯ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১৪তমবার পাঁচ উইকেট পূর্ণ করেন তাইজুল। সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে চট্টগ্রামে ৫০ উইকেট পূর্ণ করেন তাইজুল।
পাঁচ নম্বরে নামা রায়ান রিকেলটনকে ১২ রানে আউট করেন পেসার নাহিদ রানা। এরপর সপ্তম উইকেটে ১৩০ বলে ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দক্ষিণ আফ্রিকার রান ৫’শ পার করেন ওয়াইন মুল্ডার ও সেনুরান মুতুসামি। মুল্ডার ৭৮ ও মুতুসামি ৪৭ রানে অপরাজিত আছেন।
তাইজুল ১৮৮ রানে ৫টি ও রানা ৬৯ রানে ১ উইকেট নিয়েছেন।