বাসস
  ৩১ অক্টোবর ২০২৪, ২০:৩৫

আফগানিস্তান সিরিজে সাকিবের খেলার সম্ভাবনা নেই : বিসিবি সভাপতি

ঢাকা, ৩১ অক্টোবর ২০২৪ (বাসস) : আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। 

তিনি জানান, মানসিক অবস্থার কারনে আফগানিস্তান সিরিজে নিজেই না খেলার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট দিয়ে বড় ফরম্যাটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব। 

কিন্তু ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের সময় নীরব থাকায় সাকিবের উপর জনগনের ক্ষোভে তাকে দেশে না ফেরার পরামর্শ দেওয়া হয়েছিলো। তাই নিরাপত্তার কারনে দেশে ফিরতে না পারায় ঐ টেস্টে খেলতে পারেননি তিনি। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের সাথে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ঐ সিরিজে নিজের ইচ্ছাতেই সাকিব খেলবেন না বলে নিশ্চিত করেছেন ফারুক। 

আজ চট্টগ্রামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট চলাকালীন সাংবাদিকদের ফারুক বলেন, ‘শেষ টেস্ট খেলতে সাকিব দেশে ফিরতে পারলো না, মনে হয় সে অনুশীলনেও খুব একটা নেই। দলের সাথে যোগ দিয়ে প্রস্তুত হতে তার কিছুটা সময় লাগবে। তবে এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। পরের সিরিজে তার খেলার সম্ভাবনা খুবই কম। সম্ভবত সে সিরিজটি মিস করবে।’

তিনি আরও বলেন, ‘শিগগিরই একটি টি-টেন টুর্নামেন্টে খেলতে পারে সে। আমি এখনও মনে করি বাংলাদেশের হয়ে অন্তত ৫০ ওভারের ফরম্যাটে খেলবে সে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়েস্ট ইন্ডিজে তিনটি ওয়ানডে আছে।’

আগামী ৬ নভেম্বর থেকে আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। এরপর ৮ ডিসেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে টাইগাররা। 

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ঐ আসরের সূচি এখনও চূড়ান্ত হয়নি।