বাসস
  ০২ নভেম্বর ২০২৪, ১৭:৪৩
আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১৮:২৯

আরো শক্তিশালী হয়ে ফিরবেন বাবর : মাসুদ

ঢাকা, ২ নভেম্বর ২০২৪ (বাসস) : ফর্মহীনতায় সম্প্রতি টেস্ট দল থেকে বাদ পড়েন পাকিস্তানের সেরা ব্যাটার বাবর আজম। বিরতি পেয়ে বাবর আরও শক্তিশালী হয়ে ফিরবেন বলে বিশ্বাস করেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ। তার মতে ছন্দে ফিরতে কখনও-কখনও খেলোয়াড়দের বিরতিরও প্রয়োজন পড়ে। 

২০২৩ ও ২০২৪ সাল মিলিয়ে ৯ টেস্ট খেলে সেঞ্চুরি, হাফ-সেঞ্চুরি কিছুই পাননি বাবর। ১৭ ইনিংসে ২০.৫৮ গড়ে ৩৫২ রান করেছেন তিনি। গত দুই বছরে এমন বাজে পারফরমেন্সের কারনে ঘরের মাঠে সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দুই টেস্টের দল থেকে বাদ পড়েন বাবর। 

মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে খেলেছিলেন বাবর। দুই ইনিংসে যথাক্রমে- ৩০ ও ৫ রান করেছিলেন তিনি। বাবর বাদ পড়ার পর শেষ দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের স্বাদ নেয় পাকিস্তান। 

টেস্ট দল থেকে বাবরের বিরতিকে ইতিবাচক হিসেবে দেখছেন মাসুদ। তার মতে, এই বিরতিতে উপকৃতই হবেন বাবর।

বিবিসি স্টাম্পড রেডিও অনুষ্ঠানে মাসুদ বলেন, ‘আমি মনে করি সে বিশ্বের সেরা ব্যাটারদের একজন। তার ভবিষ্যৎ নেই এমন কথা বলার মতো আমি কেউ না। টেস্ট ক্রিকেটের গ্রেট ব্যাটারের সব গুণাবলী তার মধ্যে আছে। সবসময়ই র‌্যাংকিয়ে শীর্ষ তালিকায় থাকে সে। তবে সবারই কখনও কখনও বিরতি প্রয়োজন পড়ে।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি এই বিরতি বাবরের জন্য উপকার হবে এবং সে আরও শক্তিশালী হয়ে দলে ফিরবে। কখনও কখনও নিজের জন্যও বিরতির প্রয়োজন রয়েছে।

সে অনেক ক্রিকেট খেলেছে এবং অনেক কিছুর ভেতর দিয়ে গিয়েছে। সে সবসময়ই পাকিস্তানের মূল গুরুত্বপূর্ণ ব্যাটারদের একজন ছিল।’

টেস্ট দল থেকে বাদ পড়লেও অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে পাকিস্তান দলে রাখা হয়েছে বাবরকে। ওয়ানডে ফরম্যাটে ভালো ফর্মেই আছেন তিনি। গত বছর ২৫ ম্যাচ খেলে ২টি সেঞ্চুরি ও ১০টি হাফ-সেঞ্চুরিতে ৪৬.৩০ গড়ে ১০৬৫ রান করেছেন বাবর। এ বছর এখনও কোন ওয়ানডে ম্যাচ খেলেননি তিনি। 

গত দুই বছর বিবেচনায় টি-টোয়েন্টিতেও ভালো ছন্দে আছেন ৩০ বছর বয়সী বাবর। ২২ ইনিংসে ৭৯০ রান করেছেন তিনি। 

বাবর দ্রুতই টেস্ট দলে ফিরবেন বলে বিশ্বাস করেন মাসুদ। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের দলে বাবরকে দেখা যাবে বলে ইঙ্গিতও দিয়েছেন মাসুদ।