বাসস
  ০২ নভেম্বর ২০২৪, ১৯:১৪

জাদেজা-অশ্বিনের বোলিংয়ে সুবিধাজনক অবস্থায় ভারত

ঢাকা, ২ নভেম্বর ২০২৪ (বাসস) : দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও রবীচন্দ্রন অশ্বিনের বোলিং নৈপুন্যে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থায় আছে স্বাগতিক ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দিন শেষে ৯ উইকেটে ১৭১ রান করেছে নিউজিল্যান্ড। ১ উইকেট হাতে নিয়ে ১৪৩ রানে এগিয়ে কিউইরা। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ২৩৫ রানের জবাবে ২৬৩ রানে অলআউট হয় ভারত। প্রথম ইনিংসে ২৮ রানের লিড পায় টিম ইন্ডিয়া। 

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৪ উইকেটে ৮৬ রান করেছিলো ভারত। ৬ উইকেট হাতে নিয়ে ১৪৯ রানে পিছিয়ে ছিলো রোহিত-কোহলিরা।

দ্বিতীয় দিনের শুরু থেকেই নিউজিল্যান্ডের বোলাদের উপর চড়াও হন আগের দিন ১ রান করা ঋসভ পান্ত। ৩৬ বলে টেস্ট ক্যারিয়ারের ১৩তম হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি। 

অর্ধশতকের পর সাবধানে খেলতে গিয়ে নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধির বলে এলবিডব্লিউ হন পান্ত। ৮টি চার ও ২টি ছক্কায় ৫৯ বলে ৬০ রান করেন তিনি। পঞ্চম উইকেটে শুভমান গিলের সাথে ৯৬ রানের জুটি গড়েন পান্ত। 

৩১ রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় দিন ৪৫ রানে জীবন পান গিল। জীবন পেয়ে টেস্টে সপ্তম হাফ-সেঞ্চুরি করেন তিনি। ইনিংস বড় করে সেঞ্চুরির পথে হাঁটতে থাকেন গিল। কিন্তু ৭টি চার ও ১টি ছক্কায় ১৪৬ বলে ৯০ রানে নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেলের শিকার হন তিনি। 

দলীয় ২২৭ রানে অষ্টম ব্যাটার হিসেবে গিল আউট হবার পর ভারতকে লিড এনে দিয়েছেন ওয়াশিংটন সুন্দর। ৪টি চার ও ২টি ছক্কায় সুন্দরের ৩৬ বলে অপরাজিত ৩৮ রানের সুবাদে ২৬৩ রানের সংগ্রহ পায় ভারত। 

প্যাটেল ১০৩ রানে ৫ উইকেট নিয়েছেন। ২১ টেস্টে ষষ্ঠবারের মত এক ইনিংসে পাঁচ উইকেট নিলেন এই বাঁ-হাতি স্পিনার। ২০২১ সালে মুম্বাইয়ের এই ভেন্যুতেই ১১৯ রানে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন প্যাটেল। 

প্রথম ইনিংসে ২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। চতুর্থ উইকেটে ৫০ রানের জুটিতে নিউজিল্যান্ডকে চাপমুক্ত করেন উইল ইয়ং ও ড্যারিল মিচেল। দলীয় ৯৪ রানে মিচেল আউট হবার পর ব্যাটিং ধস নামে নিউজিল্যান্ড ইনিংসে। ৭৭ রানে ৬ উইকেট হারায় তারা। দিন শেষে নিউজিল্যান্ডের স্কোর ছিল ৯ উইকেটে ১৭১ রান। 

ইয়ংয়ের ৫১ রানের পর নিউজিল্যান্ডের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন গ্লেন ফিলিপস। ভারতের জাদেজা ৪ ও অশ্বিন ৩ উইকেট নেন।

এই টেস্টের দু’দিনে ২৯ উইকেটের পতন হয়েছে। এই ভেন্যুতে টেস্টের প্রথম দু’দিনে যা সর্বোচ্চ। ২০০০ সালে ভারত ও দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রথম দু’দিন ২৫ উইকেটের পতন হয়েছিলো।