বাসস
  ০৪ নভেম্বর ২০২৪, ১৯:৫৮

জাতীয় সিনিয়র ক্লাব ভারোত্তোলন প্রতিযোগিতায় ১২টি ক্লাব রেকর্ড

ঢাকা, ৪ নভেম্বর ২০২৪ (বাসস) : বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত ১৫তম জাতীয় সিনিয়র ক্লাব ভারোত্তোলন প্রতিযোগিতায় বালিকা বিভাগে প্রথম দিনে ১২টি নতুন জাতীয় ক্লাব রেকর্ড হয়েছে। 

ভারোত্তোলন জিমন্যাসিয়ামে আয়োজিত প্রতিযোগিতায় ৪৫ কেজি ওজন শ্রেণীতে দিনাজপুরের মর্ডান বডিবিল্ডিং ক্লাবের মনিকা রায় স্ল্যাচে ৪৯ কেজি ও ক্লিন এন্ড জার্তে ৬০ কেজিসহ সর্বমোট ১০৯ কেজি ওজন উঠিয়ে নতুন ক্লাব রেকর্ড সৃষ্টি করেছেন। 

এই ইভেন্টে ময়মনসিংহ মুসলিম ইনস্টিটিউটের রাফিয়া ও কিশোরগঞ্জের আজহার একাডেমি ভারোত্তোলন ক্লাবের তানজিলা আকতার তমা যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন। 

৪৯ কেজি ওজন শ্রেণীতে দিনাজপুর মর্ডান বডিবিল্ডিং ক্লাবের সিমা রায় স্ন্যাচে ৫৪ কেজি ও ক্লিন এন্ড জার্কে ৬৬ কেজিসহ মোট ১২০ কেজি ওজন উঠিয়ে নতুন ক্লাব রেকর্ড গড়েছেন। 

এই ইভেন্টে গাজীপুর বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান ভারোত্তোলন ক্লাবের রিমা আক্তার ও কিশোরগঞ্জ আজহার একাডেমি ভারোত্তোলন ক্লাবের নুসরাত জাহান সাথী যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন। 

৫৫ কেজি ওজন শ্রেণীতে দিনাজপুর মর্ডান বডিবিল্ডিং ক্লাবের রোকেয়া পারভীন স্ন্যাচে ৬০ কেজি ও ক্লিন এন্ড জার্কে ৭২ কেজিসহ মোট ১৩২ কেজি ওজন উঠিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছেন। 

এই ইভেন্টে কিশোরগঞ্জ আজহার একাডেমি ভারোত্তোলন ক্লাবের জান্নাত  দ্বিতীয় ও ঢাকা আরামবাগ ক্লাবের রেশমা আখতার তৃতীয় হয়েছেন। 

৫৯ কেজি ওজন শ্রেণীতে নড়াইল আব্দুর রাজ্জাক শরীর চর্চা ভারোত্তোলন ক্লাবের শাম্মী সুলতানা স্ন্যাচে ৬০ কেজি ও ক্লিন এন্ড জার্কে ৭৩ কেজিসহ সর্বমোট ১৩৩ কেজি ওজন উঠিয়ে ক্লাব রেকর্ড সৃষ্টি করেছেন।

এই ইভেন্টে গাজীপুর বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান ভারোত্তোলন ক্লাবের আফসানা আক্তার আঁখি দ্বিতীয় ও ঢাকার সিপাহীবাগ যুব কল্যাণ সংঘের মারিয়া আক্তার তৃতীয় স্থান লাভ করেছেন। 

৬৪ কেজি ওজন শ্রেণীতে কিশোরগঞ্জ আজহার একাডেমি ভারোত্তোলন ক্লাবের সুমাইয়া স্ন্যাচে ৫১ কেজি ও ক্লিন এন্ড জার্কে ৬৫ কেজিসহ সর্বমোট ১১৬ কেজি ওজন উঠিয়ে নতুন ক্লাব রেকর্ড গড়েছেন।

এই ইভেন্টে গাজীপুর বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান ভারোত্তোলন ক্লাবের সালেহা আখতার দ্বিতীয় ও সিপাহীবাগ যুব কল্যাণ সংঘের জান্নাত আক্তার তৃতীয় হয়েছেন। 

৭১ কেজি ওজন শ্রেণীতে গাজীপুর বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান ভারোত্তোলন ক্লাবের জয়তুন নেসা স্ন্যাচে ৫২ কেজি ও ক্লিন এন্ড জার্কে ৬০ কেজিসহ সর্বমোট ১১২ কেজি উঠিয়ে নতুন ক্লাব রেকর্ডসহ প্রথম হয়েছেন। এই ইভেন্টে দ্বিতীয় স্থান লাভ করেছেন ঢাকার সিপাহীবাগ যুব কল্যাণ সংঘের লাবনী আক্তার। 

৭১+ওজন শ্রেণীতে গাজীপুর বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান ভারোত্তোলন ক্লাবের রাজিয়া সুলতানা স্ন্যাচে ৪৭ কেজি ও ক্লিন এন্ড জার্কে ৬০ কেজিসহ সর্বমোট ১০৭ কেজি উঠিয়ে নতুন ক্লাব রেকর্ডসহ প্রথম হয়েছেন। এই ইভেন্টে ঢাকা সিপাহীবাগ যুব কল্যাণ সংঘের শ্যামলী ইসলাম দ্বিতীয় ও দিনাজপুর মর্ডান বডিবিল্ডিং ক্লাবের ফাহমিদা হায়াত তৃতীয় হয়েছেন। 

বালিকা বিভাগের দলীয় ইভেন্টে গাজীপুর বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান ভারোত্তোলন ক্লাব চ্যাম্পিয়ন ও দিনাজপুর মর্ডান বডিবিল্ডিং ক্লাব রানার্স-আপ হয়েছে। 
প্রতিযোগিতার সেরা ভারোত্তোলক মনোনীত হয়েছেন দিনাজপুর মর্ডান বডিবিল্ডিং ক্লাবের রোকেয়া পারভীন।