শিরোনাম
ঢাকা, ৬ নভেম্বর, ২০২৪ (বাসস) : ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে এ মাসে প্যারাগুয়ে ও পেরুর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনি আসন্ন দুটি ম্যাচকে সামনে রেখে ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন।
কাতার বিশ্বকাপ জয়ী দলের সদস্য পাওলো দিবালা এই দল থেকে বাদ পড়েছেন। তার পরিবর্তে দলে নতুন অর্ন্তভূক্ত হয়েছেনএনজো বারেনেচি।
লিওনেল মেসির নেতৃত্বে ২৩ বছর বয়সী নিউওয়েলস ওল্ড বয়েজ যুক একাডেমির মিডফিল্ডার বারেনেচিকে দলে দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। বর্তমানে তিনি স্প্যানিশ প্রিমিয়ার ডিভিশনের ক্লাব ভ্যালেন্সিয়ায় খেলছেন। রক্ষনভাগের পজিশনিং দক্ষতার কারনে বারেনেচি সকলের কাছে পরিচিত।
২০২১ সালে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের সিরি-সি দলে তিনি রিজার্ভ হিসেবে দলে ছিলেন। এসিএল ইনজুরির কারনে প্রায় এক বছর তাকে বদলী বেঞ্চে কাটাতে হয়েছে। নাহলে হয়তো আরো আগেই জাতীয় দলে ডাক পেতেন।
এদিকে দুই ম্যাচের ফিফা নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন এমিলিয়ানো মার্টিনেজ। নিষেধাজ্ঞার কারনে অক্টোবরে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে তিনি ছিলেন না। কোপা আমেরিকার ফাইনালে পর ট্রফি নিয়ে অশোভন অঙ্গভঙ্গির কারনে মার্টিনেজকে নিষিদ্ধ করে ফিফা।
এছাড়াও এবারের দলে ফিরেছেন আলেহান্দ্রো গারাঞ্চো ও নিকোলাস ওটামেন্ডি। ইনজুরির কারনে গত দুই ম্যাচে উভয়ই বিশ্রামে ছিলেন। তাদের সাথে দলে আরো ফিরেছেন রিয়াল বেটিসের গিওভানি লো সেলসো, পোর্তোর নেহুয়েন পেরেজ ও ল্যাজিওর ভ্যালেন্টিন কাস্তেলানোস।
রোমার স্ট্রাইকার দিবালা চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ৩-০ গোলের জয়ের ম্যাচটিতে গোল করেছিলেন। কলম্বিয়ার বিরুদ্ধে কোপা আমেরিকার ফাইনালে তিনি খেলেছেন। কিন্তু ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে বদলী বেঞ্চেও জায়গা পাননি।
স্ট্রাইকার ভ্যালেন্টিন কারবোনি ও ডিফেন্ডান মার্কোস এ্যাকুনা ইনজুরির কারনে দল থেকে বাদ পড়েছেন।
আগামী ১৯ নভেম্বর পেরুর বিপক্ষে ম্যাচটি রিভার প্লেটের মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবার কথা থাকলেও আনুষ্ঠানিক ভাবে তা সড়িয়ে বোকা জুনিয়র্সেও লা বোমবোনেরাতে অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বর মনুমেন্টালে কোপা লিবারটেডর্সের ফাইনাল অনুষ্ঠিত হবে। দক্ষিণ আমেরিকান সর্বোচ্চ সংস্থা কনমেবল ফাইনালের কয়েকদিন আগে থেকেই মাঠ প্রস্তুতির জন্য দাবী জানিয়েছে। যে কারনে আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশন মাঠ ছেড়ে দিতে বাধ্য হয়েছে।
এখন পর্যন্ত বাছাইপর্বে ১১টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এর মধ্যে ৬টি জয়, চারটি ড্র ও মাত্র একটি ম্যাচে পরাজিত হয়েছে। ২০২৩ সালের নভেম্বরে উরুগুয়ের বিরুদ্ধে স্কালোনির দল সর্বশেষ ২-০ ব্যবধানে পরাজিত হয়েছিল। এর মাধ্যমে ২০১৭ সালের পর থেকে টানা ২৫ ম্যাচ অপরাজিত থাকার যাত্রা শেষ হয় আলবিসেলেস্তেদের।
আর্জেন্টিনা দল :
গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিটেজ
ডিফেন্ডার : গঞ্জালো মনটিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্ডি, জার্মান পেজ্জেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস টাগলিয়াফিকো, নেহুয়েন পেরেজ
মিডফিল্ডার : লিনড্রো পারেডেস, এক্সেকুয়েল পালাকিওস, রডরিগো ডি পল, গিওভানি লো সেলসো, এ্যালেক্সিস ম্যাক এ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাডা, এনজো বারেনেচি, ফাকুন্ডো বুনানোটে, নিকোলাস পাজ
ফরোয়ার্ড : লিওনেল মেসি, আলেহান্দ্রো গারাঞ্চো, জুলিয়ান আলভারেজ, লটারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেজ, ভ্যালেন্টিন কাস্তেলানোস।