বাসস
  ০৬ নভেম্বর ২০২৪, ১৮:৫৭

স্পোর্টিংয়ের কাছে বিধ্বস্ত ম্যান সিটি, ঘরের মাঠে পরাজিত মাদ্রিদ

ঢাকা, ৬ নভেম্বর ২০২৪ (বাসস) : ভিক্টর গায়োকেরেসের হ্যাটট্রিকে রুবেন আমোরিমের স্পোর্টিন লিসবন মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটিকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে। দিনের অপর ম্যাচে জাভি আলোনসোর বায়ার লেভারকুসেনকে ৪-০ গোলে লিভারপুল ও বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে এসি মিলান  পুরো ম্যাচে লিসবনে সিটিজেনদের দাঁড়াতেই দেয়নি স্পোর্টিং। যদিও ৪ মিনিটে ফিল ফোডেনের গোলে এগিয়ে গিয়েছিল ইংলিশ চ্যাম্পিয়নরা। ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি দেবার আগে স্পোর্টিংয়ের কোচ হিসেবে মাথা উঁচু করেই ম্যাচ শেষ করতে চেয়েছিলেন আমোরিম। গায়োকেরেস কোচকে হতাশ করেননি। 

সুইডিশ এই স্ট্রাইকার বিরতির সাত মিনিট আগে স্পোর্টিংকে সমতায় ফেরান। বিরতি শেষে ম্যাচ শুরুর ১৯ সেকেন্ডের মধ্যে ম্যাক্সিমিলিয়ানো আরাউজো স্পোর্টিংকে এগিয়ে দেন। জাসকো গাভারডিওলের ফাউলে প্রাপ্ত পেনাল্টি থেকে গায়োকেরেন স্পট কিক থেকে ৪৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন। আর্লিং হালান্ডের শট পোস্টে না লাগলে সিটি হয়তো এক গোল পরিশোধ করতে পারতো। ৮০ মিনিটে স্পট কিক থেকে দ্বিতীয় গোল করে গায়োকেরেস হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দলের বড় জয় নিশ্চিত করেন। ২০১৮ সালের এপ্রিলে

লিভারপুলের কাছে ৩-০ গোলে পরাজিত হবার পর ইউরোপে সিটির এটাই সবচেয়ে বড় ব্যবধানের পরাজয়। 

সব ধরনের প্রতিযোগিতায় এনিয়ে ১৭ ম্যাচে ২৩ গোল করলেন গোয়েকেরেস। আমোরিমের বিদায়ের পর নিশ্চিতভাবে আগামী ট্রান্সফার উইন্ডোতে অন্যতম আকর্ষণীয় তারকা হিসেবে ইউরোপের বড় কোন ক্লাবে তিনি পাড়ি জমানোর জন্য প্রস্তুত হয়ে উঠবেন। 

ম্যাচ শেষে আমোরিম বলেছেন, ‘এই পারফরমেন্সের পর ব্যাখ্যা দেবার কিছু নেই। আমি মনে করি গত চার বছরে এখানে যারা আছে সবারই এটা প্রাপ্য। এটা সত্যিই একটি বিশেষ রাত।’
নতুন চেহারার চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচ পর ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে সিটি। অন্যদিকে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্পোর্টিং। চার ম্যাচে একমাত্র দল হিসেবে সর্বোচ্চ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে লিভারপুল। 

এ্যানফিল্ডে লুইস দিয়াজের হ্যাটট্রিকে লেভারকুসেনকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল। ম্যাচের প্রতিটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। ৬১ মিনিটে দিয়াজের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দুই মিনিট পর মোহাম্মদ সালাহর এ্যাসিস্টে কোডি গাকপো ব্যবধান দ্বিগুন করেন। ৮৩ মিনিটে আবারো মিশরীয় তারকা সহায়তায় দিয়াজ দলের হয়ে তৃতীয় গোলটি করেন। স্টপেজ টাইমের দ্বিতীয় মিনিটে দিয়াজ হ্যাটট্রিক পূরণ করেছেন। 

ম্যাচ শেষে এ্যামাজন প্রাইমে গাকপো বলেছেন, ‘বিশ্বের অন্যতম সেরা একটি দলের বিপক্ষে এই ধরনের ফলাফল সত্যিই স্বস্তির। তারা আজ খুবই ভাল ম্যাচ খেলেছে। কিন্তু আমাদের এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে, সুযোগ তৈরী করতে হবে, ভাল প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

এবারের মৌসুমে চার ম্যাচে দ্বিতীয় হারের তিক্ত স্বাদ পেয়েছে মাদ্রিদ। মিলানের কাছে ঘরের মাঠে কার্লো আনচেলত্তির দল ৩-১ গোলে বিধ্বস্ত হয়েছে। 

মালিক থিয়াওয়ের গোলে মিলান এগিয়ে গিয়েছিল। কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের পেনাল্টিতে দ্রুতই সমতায় ফিরে মাদ্রিদ। পুরনো ক্লাবের বিপক্ষে বিরতির পর মিলানকে আবারো এগিয়ে দেন আলভারো মোরাতা। ৭৩ মিনিটে টিজানি রেইন্ডার্সের গোলে মিলান ৩-১ ব্যবধানের লিড পায়। ম্যাচের একেবারে শেষ ভাগে এন্টোনিও রুডিগারের গোল বাতিল হয়ে যায়। 
বোলোনিয়াকে ১-০ গোলে পরাজিত করে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে মোনাকো। 
ডনিয়েল মালেনের ৮৫ মিনিটে গোলে স্টার্ম গ্রাজকে ১-০ ব্যবধানে পরাজিত করে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। 
লিলির সাথে পিছিয়ে পড়েও ডুসান ভøাহোভিচের পেনাল্টিতে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে জুভেন্টাস।