বাসস
  ০৬ নভেম্বর ২০২৪, ২১:৫৯

গ্লোবাল সুপার লিগে দল পেলেন তানজিম সাকিব

ঢাকা, ৬ নভেম্বর ২০২৪ (বাসস) : গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে দল পেয়েছেন বাংলাদেশের পেসার তানজিম সাকিব। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন তানজিম।

আগামী ২৬ নভেম্বর থেকে টুর্নামেন্টটি শুরু হবে। তবে ঐ টুর্নামেন্টে তানজিমের খেলা নিয়ে সংশয় রয়েছে। কারণ ঐ সময় দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ দল।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দু’টি টেস্ট, তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। টেস্ট দলের সদস্য না হলেও বাংলাদেশের জার্সিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে থাকেন তিনি।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের মুখোমুখি হবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

পাঁচ দলের টি-টোয়েন্টি প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে খেলবে বিপিএলের দল রংপুর রাইডার্স। 

টুর্নামেন্টে হ্যাম্পশায়ার হকস (ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্ট) এবং ভিক্টোরিয়া (অস্ট্রেলিয়া রাজ্য দল) খেলবে। 

৭ ডিসেম্বর ফাইনালের আগে প্রতিটি দল একে অপরের সাথে একবার করে খেলবে।

এই ইভেন্টে প্রতি বছর সারা বিশ্ব থেকে বিভিন্ন দল অংশগ্রহণ করে। প্রোভিডেন্স গায়ানা ভেন্যুতে সব খেলা অনুষ্ঠিত হবে।