শিরোনাম
ঢাকা, ১২ নভেম্বর, ২০২৪ (বাসস) : প্রথম ইনিংসে ২২৩ রানে পিছিয়ে থাকায় ফলো-অনে পড়েও মোহাম্মদ মিথুনের সেঞ্চুরিতে ২৬তম জাতীয় ক্রিকেট লিগে সিলেট বিভাগের সাথে ড্র করেছে খুলনা বিভাগ। দ্বিতীয় ইনিংসে ১০২ রানে অপরাজিত থাকেন মিথুন।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম একাডেমি গ্রাউন্ডে প্রথম ইনিংসে সিলেটের ৭ উইকেটে ৪৯৬ রানের জবাবে তৃতীয় দিন ২৭৩ রানে অল আউট হয় খুলনা। ২২৩ রানে পিছিয়ে ফলো-অনে পড়ে খুলনা।
চতুর্থ দিন দ্বিতীয় ইনিংস শুরু করে অধিনায়ক এনামুল হক ও ইমরুল কায়েসের জোড়া হাফ-সেঞ্চুরিতে ১ উইকেট হারিয়ে ১শ স্পর্শ করে খুলনা। এনামুল ৫৪ ও ইমরুল ৭১ রানে আউট হন।
দলীয় ১৭০ রানের মধ্যে এনামুল ও ইমরুল ফেরার পর শক্ত হাতে হাল ধরেন মিথুন ও নুুরুল হাসান। ওয়ানডে মেজাজে খেলে দিন শেষে ৩ উইকেটে ২৯৬ রান করে ম্যাচ ড্র’তে শেষ করেন মিথুন ও নুরুল।
৭টি করে চার-ছক্কায় ১০৮ বলে অপরাজিত ১০২ রান করেন মিথুন। ৬টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারিতে ৬০ বলে অনবদ্য ৫০ রান করেন নুরুল।
প্রথম ইনিংসে সিলেটের হয়ে ২১৩ রান করায় ম্যাচ সেরা হন অধিনায়ক অমিত হাসান।
এই ড্র’তে ৪ ম্যাচ শেষে ২টি করে জয় ও ড্র’তে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে সিলেট। সমানসংখ্যক ম্যাচে ১ জয় ও ৩ ড্রতে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে আছে খুলনা।