বাসস
  ১২ নভেম্বর ২০২৪, ২০:২৬

ঢাকা মেট্রোর কাছে হার এড়ালো ঢাকা বিভাগ

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৪ (বাসস) : ঢাকা মেট্রোর ছুঁড়ে দেওয়া ২৫৭ রানের টার্গেটে খেলতে নেমে ১৪৮ রানে ৮ উইকেট হারিয়ে হারের দ্বারপ্রান্তে ছিল ঢাকা বিভাগ। কিন্তু আলোক স্বল্পতার কারণে চতুর্থ ও শেষ দিনের খেলা আগে শেষ হলে ম্যাচটি ড্র’ হয়। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ১৮৬ রান করেছিলো ঢাকা মেট্রো। ৪ উইকেট হাতে নিয়ে ১৭৫ রানে এগিয়ে ছিলো তারা।

চতুর্থ দিন ২৬৭ রানে অলআউট হয় তারা। এতে ঢাকা বিভাগকে ২৫৭ রানের টার্গেট ছুঁড়ে দেয় ঢাকা মেট্রো। 

জবাবে ৫৫ রানের সূচনার পর ঢাকা মেট্রোর দুই বোলার আবু হায়দার ও রাকিবুল হাসানের তোপে পড়ে ঢাকা বিভাগ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। ১৪৩ রান তুলতেই ৮ উইকেট হারায় ঢাকা বিভাগ। 

এরপর আলোক স্বল্পতার দিনের খেলা নির্ধারিত সময়ের আগেই শেষ হলে ম্যাচটি ড্র হয়। 

এই ইনিংসে ঢাকা বিভাগের পক্ষে আশিকুর রহমান শিবলি ৩৪ ও তাইবুর রহমান ৩০ রান করেন। 

এর আগে ঢাকা মেট্রোকে ২৬৭ রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখে ঢাকা বিভাগের পেসার এনামুল হক। ৮১ রানে ৬ উইকেট নেন তিনি। প্রথম ইনিংসে ৬৭ রানে ৪ উইকেট নিয়েছিলেন এনামুল। ম্যাচে ১০ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হন এনামুল। 

প্রথম ইনিংসে ঢাকা মেট্রো ৩০৪ ও ঢাকা বিভাগ ৩১৫ রান করে।  

এই ড্র’তে ৪ ম্যাচে ২ জয় ও ১টি করে হার ও ড্র’তে ১৯ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে ঢাকা মেট্রো। সমানসংখ্যক ম্যাচে ৪টিতেই ড্র করেছে ঢাকা বিভাগ। ৮ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে আছে তারা।