শিরোনাম
ঢাকা, ১৩ নভেম্বর ২০২৪ (বাসস) : ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি২০ সিরিজের শেষ তিনটি ম্যাচের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন আলজারি জোসেফ। তবে বাম গোঁড়ালির ইনজুরির কারনে অলরাউন্ডার আন্দ্রে রাসেল ছিটকে গেছেন।
রথম দুই ম্যাচ জিতে সফরকারী ইংল্যান্ড ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। সেন্ট লুসিয়ায় শেষ তিনটি ম্যাচের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে এই দুটি পরিবর্তন হয়েছে। শামার জোসেফের স্থানে আলজারি ও রাসেলের পরিবর্তে দলে ফিরেছেন সিম বোলিং অলরাউন্ডার শামার স্প্রিঙ্গার। সিরিজে টিকে থাকতে হলে আগামীকাল তৃতীয় ম্যাচে ক্যারিবীয়দের জিততেই হবে।
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে অনুমতি না নিয়ে মাঠ ছাড়ার অপরাধে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ আলজারিকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল। যদিও পরবর্তীতে এই ঘটনার জন্য দু:খ প্রকাশ করেছেন আলজারি। ওয়ানডে অধিনায়ক শাই হোপের কাছেও ব্যক্তিগত ভাবে ক্ষমা চেয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজ টি২০ স্কোয়াড : রোভমান পাওয়েল (অধিানয়ক), রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, টেরেন্স হিন্ডস, শাই হোপ, আকিল হোসেইন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুদাকেশ মোতি, নিকোলাস পুরনা, শেফরানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার