শিরোনাম
টাঙ্গাইল, ১২ নভেম্বর ২০২৪ (বাসস) : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে টাঙ্গাইলে শহীদ স্মৃতি ক্রিকেটার্স কাপ টি-২০ টুর্নামেন্টের ফাইনালে আমেনা স্পোর্টস হাউস ৮ উইকেটে ইউনিক ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
টাঙ্গাইল ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় টাঙ্গাইল স্টেডিয়ামে আয়োজিত এই টুর্ণামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সঞ্জয় কুমার মহন্ত।
বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু, ওয়ালটনের সিনিয়র ডেপুটি পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জেলা শাখার সভাপতি এডভোকেট আলী ইমাম তপন, জেলা ক্রীড়া কর্মকর্তা আফাজ উদ্দিন।
গতকাল অনুষ্ঠিত ফাইনালে টস জয়ী ইউনিক ক্লাব প্রথমে ব্যাটিং করে ১৮.১ ওভারে ১০ উইকেট হারিয়ে ৭১ রান করে। দলের পক্ষে দেবাশীষ সর্বোচ্চ ২৭ রান করেন। হাসান ৩টি এবং অনিক ও রেকাব ২টি করে উইকেট দখল করেন।
জবাবে আমেনা স্পোর্টস হাউস ৮.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৬ রান করে চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ জাতীয় অনুর্ধ্ব-১৯ দলের রিফাত বেগ সর্বোচ্চ অপরাজিত ৪৩ রান করেন।
সিরিজ সেরা মনোনীত হয়েছেন ইউনিক ক্লাবের রিজান হোসেন।
সর্বোচ্চ উইকেট শিকারী রিফাত আল জাবির, সর্বোচ্চ রান সংগ্রাহক তালহা এবং ফাইনালের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন আমেনা স্পোর্টস হাউজের হাসান।
টাঙ্গাইল শহরের ৮টি দল নিয়ে ১ নভেম্বর থেকে টুর্নামেন্টেটি শুরু হয়।
অংশগ্রহণকারী দলগুলো হলো গ্রুপ-এ : ইয়ং স্পোর্টিং ক্লাব, টাঙ্গাইল টাইগার্স, টাঙ্গাইল ইউনিক ক্লাব ও আরামবাগ স্পোর্টিং এবং গ্রুপ-বি : ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, সখিপুর ক্রিকেট ইলেভেন, কালীহাতি গ্রীণ ওয়ারিয়র্স ও আমেনা স্পোর্টস হাউস।