বাসস
  ১৪ নভেম্বর ২০২৪, ২০:১২

আইএইচএফ ট্রফির বাছাইপর্বে অংশ নিবে ইয়ুথ ও জুনিয়র হ্যান্ডবল দল


ঢাকা, ১৪ নভেম্বর ২০২৪ (বাসস) : আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) ব্যবস্থাপনায় ভারতের লক্ষ্মৌয় আগামী বছরের ৩-৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য আইএইচএফ মেন্স ট্রফি ২০২৪-এশিয়ান বাছাইপর্বের রাউন্ডে অংশ নিবে বাংলাদেশের জুনিয়র ও ইয়ুথ দল।

এই প্রতিযোগিতায় বাংলাদেশ, কাজাকাস্তান, উজবেকিস্তান এবং স্বাগতিক ভারতসহ মোট ৪ টি দেশের ইয়ুথ ও জুনিয়র ক্যাটাগরির ২টি করে মোট ৮টি হ্যান্ডবল দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার বিজয়ী দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ ইয়ুথ ও জুনিয়র হ্যান্ডবলের প্রাথমিক দল ঘোষনা করা হয়েছে। প্রাথমিকভাবে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প দ্রুত শুরু হবে। পরবর্তীতে চূড়ান্ত দল ঘোষনা করা হবে।

বাংলাদেশ অনুর্ধ্ব-১৮ ইয়ুথ দল : মো: ফারশিদ খান, তৌফিকুর রহমান, শেখ আনাস আহনাফ, মো: আতিক হোসেন আকাশ, মো: সোহাগ আলী, রিজওয়ান বিন ফারুক আনান, মো: অনিক ইসলাম, মো: ফাহিম ফয়সাল মাহির, মো: এবাদত হোসেন রাসেল, রিপন আহমেদ রাহাদ, সৈয়দ আয়ান সোবহান, মো: রাতুল উদ্দিন, মো: রনি হাসান, মো: রায়হান হাসান রাব্বি, মো: জাকারিয়া রহমান, সজীব কিসকো, খিও মং উ মারমা, শুমল তানচাগিয়া, শইমংসেইং মারমা, স্বপ্নীল আরাফাত, অঙ্কন সাহা যুবরাজ।

বাংলাদেশ অনুর্ধ্ব-২০ জুনিয়র দল : রুবেল আহমেদ, সিয়াম আহমেদ, মো: নয়ন আহমেদ, মো: শাহরিয়ার আলম আনাস, এরিকসন বিশ্বাস দ্বীপ, মো: আশিকুর রহমান ফাহিম, মো: রাতুল হাসান, মো: মুকতাদির মাহিন, মো: রাতুল হাসান, আল মুকতাদির মাহিন, মো: শাহরিয়ার নাফিজ, রেং কো খুমি, অপু চাকমা, মো: শিহাব উদ্দিন, অংতাইমং মারমা, মো: আবু বক্কর সিদ্দিক, বোরহান হোসেন, মো: আশরাফুল ইসলাম শুভ, প্রেম চান, নেয়ান চাক, মেহেদি হাসান রাজু, রিফাত হোসেন ফয়সাল।