বাসস
  ১৫ নভেম্বর ২০২৪, ১৬:৪২

সাকিব-ওভারটনের বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলো ইংল্যান্ড

ঢাকা, ১৫ নভেম্বর ২০২৪ (বাসস) : দুই ডান-হাতি পেসার সাকিব মাহমুদ ও জেমি ওভারটনের বোলিং নৈপুন্যে দুই ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড। আজ ভোরে শেষ হওয়া সিরিজের তৃতীয় ম্যাচে ইংল্যান্ড ৩ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৮ ও ৭ উইকেটে জিতেছিলো ইংল্যান্ড। সিরিজ জয় নিশ্চিতের পাশাপাশি ৩-০ ব্যবধানে এগিয়ে থাকলো জশ বাটলারের দল। 

সেন্ট লুসিয়ায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সাকিবের বোলিং তোপে পড়ে পাওয়ার প্লেতে ৩৭ রানে ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম পাঁচ ব্যাটারের কেউই দুই অংক স্পর্শ করতে পারেননি। এভিন লুইসকে ৩, রোস্টন চেজকে ৭ ও শিমরোন হেটমায়ারকে ২ রানে সাজঘওে পাঠান সাকিব। এছাড়া শাই হোপ ৪ রানে রান আউট ও নিকোলাস পুরানকে ৭ রানে বিদায় দেন পেসার জোফরা আর্চার। 

ইনিংসের শুরুতেই খাদের কিনারায় পড়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজকে লড়াইয়ে ফেরান অধিনায়ক রোভম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ড। ষষ্ঠ উইকেটে ৫৭ বলে ৭৩ রানের জুটি গড়েন তারা। শেফার্ডকে ৩০ রানে থামিয়ে জুটি ভাঙেন ওভারটন। টি-টোয়েন্টিতে সপ্তম হাফ-সেঞ্চুরি তুলে ওভারটনের দ্বিতীয় শিকার হন ৩টি চার ও ৪টি ছক্কায় ৪১ বলে ৫৪ রান করা পাওয়েল। 

১৮তম ওভারে পাওয়েল ফেরার পর আলজারি জোসেফের ১৯ বলে ২১ রানের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। সাকিব ১৭ ও ওভারটন ২০ রানে ৩টি করে উইকেট নেন। 

১৪৬ রানের টার্গেটে পাওয়ার প্লেতে ৩৭ রানে ৩ উইকেট পতন হয় ইংল্যান্ডের। ফিল সল্ট-অধিনায়ক জশ বাটলার ও জ্যাকব বেথেল, তিনজনই ৪ রান করে সাজঘরে ফিরেন। এরমধ্যে সল্ট ও বাটলারকে শিকার করেন ওয়েস্ট ইন্ডিজ স্পিনার আকিল হোসেন। 

চতুর্থ উইকেটে ৩৩ বলে ৩৮ রান যোগ করে শুরুর চাপ সামাল দেন ওপেনার উইল জ্যাক ও স্যাম কারান। জ্যাকস ব্যক্তিগত ৩২ রানে আউট হবার পর পঞ্চম উইকেটে লিয়াম লিভিংস্টোনকে নিয়ে ২৬ বলে ৩৯ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে জয়ের পথে রাখেন কারান। ৩টি চার ও ১টি ছক্কায় ২৬ বলে ৪১ রানে আউট হন কারান। তিনবার জীবন পেয়ে ২টি করে চার-ছক্কায় ২৮ বলে ৩৯ রান করেন লিভিংস্টোন। 

কারান ও লিভিংস্টোনের বিদায়ের পর ওভারটন ৪ ও রেহান আহমেদ ৫ রানে অপরাজিত থেকে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন। ২২ রানে ৪ উইকেট নিয়েও ওয়েস্ট ইন্ডিজের হার এড়াতে পারেননি আকিল। পাওয়ার প্লেতে দারুণ বোলিংয়ের জন্য ম্যাচ সেরা হয়েছেন সাকিব। 

আগামী ১৭ নভেম্বর একই ভেন্যুতে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি খেলতে নামবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ।