বাসস
  ১৫ নভেম্বর ২০২৪, ১৭:০৭

বিশ্বকাপ-বাছাইপর্ব: প্যারাগুয়ের কাছে পরাজিত আর্জেন্টিনা, ভেনেজুয়েলার সাথে ড্র করেছে ব্রাজিল

ঢাকা, ১৫ নভেম্বর ২০২৪ (বাসস) : দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে দুই জায়ান্ট আর্জেন্টিনা ও ব্রাজিল একইদিনে পয়েন্ট হারিয়েছে। শুক্রবার প্যারাগুয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আরেক ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের পেনাল্টি মিসে ভেনেজুয়েলার সাথে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। 

কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন লিওনেল স্কালোনির দলের শুরুটা বেশ ভাল হয়েছিল। ইন্টার মিলান স্ট্রাইকার লটারো মার্টিনেজের গোলে ১১ মিনিটে এ্যাওয়ে ম্যাচটিতে লিড পায় আর্জেন্টিনা। প্যারাগুয়ের রক্ষনভাগের উপর দিয়ে এনজো ফার্নান্দেজের অসাধারন লফটেড বলে মার্টিনেজ লো ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন। যদিও লাইন্সম্যান পতাকা উঠিয়ে অফসাইডের নির্দেশ দিয়েছিল। কিন্তু ভিএআর রিভিউতে দেখা গেছে মার্টিনেজ অনসাইডে ছিলেন। যে কারনে আর্জেন্টিনাকে গোল উপহার দেয়া হয়। 

যদিও এই লিড বেশীক্ষন ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। গুস্তাভো ভেলাজকুয়েজের ক্রসে এন্টোনিও সানাব্রিয়া দুর্দান্ত বাইসাইকেল কিকে এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করেন। 

ম্যাচে সমতা ফেরানোর পর প্যারাগুয়ের সমর্থকরা আত্মবিশ্বাসী হয়ে উঠে। বিরতির দুই মিনিট পর ইন্টার মিয়ামি মিডফিল্ডার দিয়েগো গোমেজের ক্রসে ওমর আলডেরেটের হেডে প্যারাগুয়ের জয় নিশ্চিত হয়। 

কাল প্রায় পুরো ম্যাচেই আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে বাক্সবন্দী করে রেখেছিল প্যারাগুয়ের রক্ষনভাগ। ম্যাচের শেষ ভাগে আটবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসির একটি ক্রসে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন বদলী খেলোয়াড় ভ্যালেন্টিন কাস্তেলানোস। 

এই পরাজয় সত্তেও ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে কনমেবল বাছাইপর্বে টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে প্যারাগুয়ে। 

ভিনিসিয়াস জুনিয়রের দ্বিতীয়ার্ধের পেনাল্টি মিসে ব্রাজিল জয়বঞ্চিত হয়েছে। রাফিনহার দুর্দান্ত ফ্রি-কিকে ৪৩ মিনিটে এগিয়ে গিয়েছিল সেলেসাওরা। দ্বিতীয়ার্ধে টেলাসকো সেগোভিয়ার গোলে সমতায় ফিরে ভেনেজুয়েলা। 

এই ড্রয়ে পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। 

দক্ষিণ আমেরিকান বাছাইপর্ব থেকে শীর্ষ ছয়টি দল সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জণ করবে। 

কাল ভেনেজুয়েলার মনুমেন্টাল স্টেডিয়ামে ব্রাজিলের আক্রমনভাগের কেন্দ্রে ছিলেন গত শনিবাার লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে হ্যাটট্রিক পূরণ করা ভিনিসিয়াস। তারকা এই উইঙ্গার প্রতিপক্ষ গোলরক্ষক রাফায়েল রোমোকে পরাস্ত করেই ফেলেছিলেন। কিন্তু তার পরিবর্তে তিনি বলটি বাড়িয়ে দেন রাফিনহাকে। এরপর ভিনিসিয়াসের আরো একটি শট পোস্টে লেগে ফেরত আসে। জারসনের একটি লো ড্রাইভ রুখে দেন রোমো। বিরতির দুই মিনিট আগে রাফিনহার ফ্রি-কিকে শেষ পর্যন্ত ডেডলক ভাঙ্গে ব্রাজিল। 

বিরতির পরপরই সমতায় ফিরে ভেনেজুয়েলা। বদলি বেঞ্চ থেকে উঠে আসা মিডফিল্ডার টেলাসকো সাগাভিয়া দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৩৮ সেকেন্ডের মধ্যে বক্সের বাইরে থেকে জোড়ালো শটে সমতায় ফেরান স্বাগতিকদের।

৬২ মিনিটে ব্রাজিলকে আবারো এগিয়ে দেবার সবচেয়ে সহজ সুযোগ নষ্ট করেন ভিনিসিয়াস। রোমোর বিপক্ষে আদায় করা পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন এই রিয়াল তারকা। 

১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ভেনেজুয়েলা। বাছাইপর্ব শেষে সপ্তম স্থানে থাকা দলটি আন্ত:মহাদেশীয় প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করবে। 

পঞ্চম স্থানে থাকা ইকুয়েডর গনজালো প্লাটার জোড়া গোলে বলিভিয়াকে ৪-০ ব্যবধানে পরাজিত করেছে।