শিরোনাম
ঢাকা, ১৬ নভেম্বর ২০২৪ (বাসস) : ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দুই গোলে পোল্যান্ডকে শুক্রবার ৫-১ গোলে বিধ্বস্ত করে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল। ইতোমধ্যেই শেষ আটের টিকেট পাওয়া স্পেন পরাজিত করেছে ডেনমার্ককে।
গ্রুপ-এ১’র শীর্ষ দল হিসেবে এক ম্যাচ বাকি রেখে শেষ আট নিশ্চিত করেছে রবার্তো মার্টিনেজের পর্তুগাল। আগামী মার্চে নেশন্স লিগের নক আউট পর্ব অনুষ্ঠিত হবে।
এখনো পর্যন্ত শেষ আটে উন্নীত অপর দলগুলো হলো ফ্রান্স, জার্মানী ও ইতালি।
পোর্তোর মাঠে শুরুতে পোল্যান্ডই ভাল খেলেছে। কিন্তু নিজেদের সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। শেষ ২০ মিনিটে চার গোল হজম করেছে পোলিশরা।
পর্তুগালের গোলদাতা রাফায়েল লিয়াও বলেছেন, ‘প্রথমার্ধে আমরা নিজেদের মেলে ধরতে পারিনি। কোচ রবার্তো মার্টিনেজের কৌশল আজকের ম্যাচে খুবই গুরুত্বপূর্ণ ছিল। তার নেতৃত্বেই দ্বিতীয়ার্ধে আমরা পুরোপুরি পাল্টে যাই।’
বিরতির ঠিক আগে পোস্টের খুব কাছে থেকে রোনাল্ডোর ভলি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ঠ হয়। এছাড়া আর একটি শটও টার্গেটে করতে পারেনি পর্তুগাল।
৫৮ মিনিটে ডোমিনিক মার্কজুক ডেডলক প্রায় ভেঙ্গেই ফেলেছিলেন। কিন্তু পর্তুগাল গোলরক্ষক দিয়েগো কস্তা দুর্দান্ত ভাবে শটটি রুখে দেন। ৬০ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে স্বাগতিক পর্তুগাল এগিয়ে যায়। নুনো মেনডেসের ক্রস থেকে লিয়াও পর্তুগালকে এগিয়ে দেন।
দিয়েগো ডালটের স্ট্রাইকার জ্যাকুব কিউইরের হাতে লাগলে পেনাল্টি উপহার পায় পর্তুগাল। স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুন করেন রোনাল্ডো। ম্যাচ শেষের ১০ মিনিট আগে বক্সের বাইরে থেকে জোড়ালো শটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন ফার্নান্দেস। রোনাল্ডোর পাস থেকে পেড্রোও স্কোরশিটে নাম লেখান। ৮৭ মিনিট ভিটিনহার ক্রস থেকে এক্রোবেটিক ভলিতে রোনাল্ডো দ্বিতীয় গোল করেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি রোনাল্ডোর ১৩৫তম গোল।
পরের মিনিটে মার্কজুক পোল্যান্ডের হয়ে সান্তনার এক গোল পরিশোধ করেছেন। এই পরাজয়ে পোল্যান্ডের আর পরের রাউন্ডে যাবার কোন সুযোগ নেই। এমনকি আগামী সপ্তাহে স্কটল্যান্ডের কাছে পরাজিত হলে রেলিগেটেড হয়ে যাবে পোলিশরা।
গ্রুপের আরেক ম্যাচে জন ম্যাকগিনের শেষ মুহূর্তের গোলে ১০ জনের ক্রোয়েশিয়াকে ১-০ ব্যবধানে পরাজিত করে আশা টিকিটে রেখেছে স্কটল্যান্ড।
কোপেনহেগেনে ডেনমার্ককে ২-১ গোলে পরাজিত করে গ্রুপ-এ৪’এ এখনো অপরাজিত রয়েছে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন স্পেন।