শিরোনাম
ঢাকা, ২০ নভেম্বর ২০২৪ (বাসস) : আরো এক বছর ম্যানচেস্টার সিটির সাথে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন পেপ গার্দিওলা।
২০১৬ সালে ইত্তিহাদে আসার পর ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা ছাড়াও প্রথমবারের মত সিটিকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা উপহার দিয়েছেন গার্দিওলা।
বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক এই কোচের সাথে এ মৌসুম পরেই সিটির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে।
বিভিন্ন সূত্রমতে জানা গেছে গার্দিওলার সাথে সম্ভবত এবারই সম্পর্ক শেষ করতে যাচ্ছে সিটি। বিশেষ করে প্রিমিয়ার লিগের আর্থিক আইন ভঙ্গের কারনে সিটি যে সমস্যায় পড়েছে তাতে গার্দিওলার ভবিষ্যতও অনিশ্চয়তায় পড়েছে।
ক্লাবের ফুটবল পরিচালক টিক্সিকি বেগিরিস্টেইনের সাথে গার্দিওলার বেশ ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। টিক্সিকি নিশ্চিত করেছিলেন চলতি মৌসুমের পরেই গার্দিওলা ক্লাব ছাড়ছেন। কিন্তু দ্য এ্যাথলেটিকের রিপোর্ট অনুযায়ী ৫৩ বছর বয়সী গার্দিওলা আরো এক বছরের জন্য চুক্তি নবায়ন করতে যাচ্ছেন।
কোচিং ক্যারিয়ারে এই প্রথম গার্দিওলার অধীনে টানা চার ম্যাচে পরাজিত হয়েছে সিটিজেনরা। আন্তর্জাতিক বিরতির পর আগামী শনিবার থেকে আবারো মাঠে ফিরছে সিটি। পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে এখন জয়ের ধারায় ফেরাই সিটির সামনে মূল চ্যালেঞ্জ।
হাঁটুর গুরুতর ইনজুরির কারনে ইতোমধ্যেই ব্যালন ডি’অর বিজয়ী রড্রির মৌসুম শেষ হয়ে গেছে। এই বিষয়টি নিয়ে বেশ দু:শ্চিন্তায় রয়েছে সিটি। প্রিমিয়ার লিগে এই মুহূর্তে সিটি লিভারপুলের থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।