শিরোনাম
ঢাকা, ২২ নভেম্বর ২০২৪ (বাসস) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আগামী তিন আসরের সময়সূচি চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রকাশিত সূচি অনুযায়ী, ২০২৫ সালের আইপিএল শুরু হবে ১৪ মার্চ। ২৫ মে ফাইনাল দিয়ে শেষ হবে আসরটি।
এরপর ২০২৬ সালের আইপিএল ১৫ মার্চ শুরু হয়ে শেষ হবে ৩১ মে। ২০২৭ সালের আসর শুরু হবে ১৪ মার্চ, ফাইনাল ৩০ মে।
বৃহস্পতিবার আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকেও ই-মেইল দিয়ে আগামী তিন আসরের সময়সূচি নিশ্চিত করা হয়েছে। ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো পরিবেশিত রিপার্টে এ কথা বলা হয়েছে।
রিপোর্টে আরো বলা হয়েছে, ২০২৫ সালের আইপিএলে ম্যাচ হবে ৭৪টি। সর্বশেষ তিন আসরেও ৭৪টি করে ম্যাচ হয়েছিলো। ২০২২ সালের আসরে ৮৪টি ম্যাচ হয়েছিলো।
নতুন স্বত্বের দরপত্র অনুযায়ী, ২০২৫ ও ২০২৬ আইপিএলে ৮৪ ম্যাচ এবং ২০২৭ সালে ৯৪ ম্যাচ হওয়ার কথা।
এদিকে, আগামী তিন আসরের জন্য বিদেশি ক্রিকেটারদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকার ক্রিকেটাররা আগামী তিন আসরের আইপিএলে খেলার জন্য অনুমতি পেয়েছেন।