বাসস
  ২৪ নভেম্বর ২০২৪, ১৮:৩১

আঘাতপ্রাপ্ত খেলোয়াড়দের চিকিৎসা সচেতনতা সেমিনার

ঢাকা, ২৪ নভেম্বর ২০২৪ (বাসস) : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী ১ ডিসেম্বর আঘাতপ্রাপ্ত খেলোয়াড়দের চিকিৎসা সচেতনতা সেমিনার ও চিকিৎসা ব্যবস্থাপনা প্রদান অধিবেশন অনুষ্ঠিত হবে।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অর্থোপেডিক সার্জারি ও স্পোর্টস মেডিসিন বিভাগের স্বনামধন্য অর্থোপেডিক্স সার্জন ও স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর লি টিজাও টজোন ডেনি ও এ্যাসোসিয়েট প্রফেসর ডার্রেন টাই কেং জিন সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। 

দেশের বিভিন্ন ফেডারেশন/এসোসিয়েশন, সংস্থা, প্রতিষ্ঠান, কর্পোরেশন ও জেলা থেকে প্রশিক্ষক, ক্রীড়া সংগঠক, ক্রীড়া বিষয়ক ডাক্তার, ফিজিও থেরাপিস্ট এবং ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মিলিয়ে ১০০ জনের এই সেমিনারে অংশগ্রহণের সুযোগ রয়েছে বলে ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেমিনারে অংশ নিতে ইচ্ছুক প্রত্যেককে আগামী ২৭ নভেম্বর এর মধ্যে নাম এন্ট্রির আহবান জানানো হয়েছে।