বাসস
  ২৬ নভেম্বর ২০২৪, ২০:৫৩

প্রথমবারের মত জাতীয় লিগে চ্যাম্পিয়ন সিলেট


ঢাকা, ২৬ নভেম্বর ২০২৪ (বাসস) : এক ম্যাচ হাতে রেখেই প্রথমবারের মত জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) চ্যাম্পিয়ন হলো সিলেট বিভাগ। ষষ্ঠ রাউন্ডের ম্যাচে বরিশাল বিভাগকে ৫ উইকেটে হারিয়ে শিরোপার স্বাদ নেয় সিলেট।

৬ ম্যাচে ৪ জয় ও ২ ড্র’তে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে শিরোপা ঘরে তুললো সিলেট। সমানসংখ্যক ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে ঢাকা। ৬ ম্যাচে ৪ হার ও ২ ড্র’তে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে বরিশাল।

সর্বোচ্চ সাতবার করে জাতীয় লিগের শিরোপা জিতেছে খুলনা বিভাগ ও ঢাকা বিভাগ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিন জয়ের জন্য ১০৫ রানের টার্গেট পেয়েছিলো সিলেট। গতকাল আর ব্যাট করতে নামেনি তারা।

আজ চতুর্থ ও শেষ দিন ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়েছিলো সিলেট। ৭ রানে ২ ও ২৭ রানে ৩ উইকেট হারিয়েছিলো তারা। চতুর্থ উইকেটে ৭৭ রানের দারুন জুটিতে সিলেটের জয়ের পথ সহজ করে ফেলেন অধিনায়ক অমিত হাসান ও নাসুম আহমেদ।

দলীয় ১০৪ রানে নাসুম ও আসাদুল্লাহ আল গালিব আউট হলেও সিলেটের জয় নিশ্চিত করেন অধিনায়ক অমিত হাসান ও রাহাতুল ফেরদৌস। ৫টি চারে ৩৮ রানে অপরাজিত থাকেন অমিত।

রুয়েল মিয়া ও মইনুল ইসলাম ২টি করে উইকেট নেন।

প্রথম ইনিংসে বরিশালের ৩০৪ রানের জবাবে ৩৪২ রানে অলআউট হয় সিলেট। ৩৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ১৪২ রানে গুটিয়ে যায় বরিশাল।

বল হাতে ৪ উইকেট ও ৬৪ রানের সুবাদে ম্যাচ সেরা হন সিলেটের তোফায়েল আহমেদ।

সিলেটের শিরোপা নিশ্চিতের দিন ষষ্ঠ রাউন্ডে ড্র করেছে ঢাকা মেট্রো ও রংপুর বিভাগ। এই রাউন্ডের অন্য ম্যাচে খুলনা বিভাগ ৫৮ রানে হারিয়েছে চট্টগ্রাম বিভাগকে।
এছাড়া এই রাউন্ডে দু’দিনেই রাজশাহী বিভাগকে ইনিংস ও ১১ রানে হারিয়েছে ঢাকা বিভাগ।