বাসস
  ২৬ নভেম্বর ২০২৪, ২০:৫৮

জাতীয় লিগের রোল অব অনার


ঢাকা, ২৬ নভেম্বর ২০২৪ (বাসস) : জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৬তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট বিভাগ। এই প্রথমবারের মত এনসিএলের শিরোপা জিতলো সিলেট।

সর্বোচ্চ সাতবার করে এনসিএলের শিরোপা জিতেছে খুলনা বিভাগ ও ঢাকা বিভাগ। দ্বিতীয় সর্বোচ্চ ৬ বার শিরোপা ঘরে তুলে রাজশাহী বিভাগ।

এনসিএলের রোল অব অনার :

১৯৯৯-০০ :   চ্যাম্পিয়ন- চট্টগ্রাম বিভাগ
২০০০-০১ :   চ্যাম্পিয়ন- বিমান বাংলাদেশ
২০০১-০২:    চ্যাম্পিয়ন-ঢাকা বিভাগ
২০০২-০৩:    চ্যাম্পিয়ন-খুলনা বিভাগ
২০০৩-০৪:    চ্যাম্পিয়ন- ঢাকা বিভাগ
২০০৪-০৫:    চ্যাম্পিয়ন-ঢাকা বিভাগ
২০০৫-০৬:   চ্যাম্পিয়ন-রাজশাহী বিভাগ
২০০৬-০৭     চ্যাম্পিয়ন-ঢাকা বিভাগ
২০০৭-০৮:    চ্যাম্পিয়ন-খুলনা বিভাগ
২০০৮-০৯:   চ্যাম্পিয়ন-রাজশাহী বিভাগ
২০০৯-১০:    চ্যাম্পিয়ন-রাজশাহী বিভাগ
২০১০-১১:     চ্যাম্পিয়ন-রাজশাহী বিভাগ
২০১১-১২:     চ্যাম্পিয়ন-রাজশাহী বিভাগ
২০১২-১৩:    চ্যাম্পিয়ন-খুলনা বিভাগ, রানার্স-আপ- ঢাকা বিভাগ
২০১৩-১৪:    চ্যাম্পিয়ন-ঢাকা বিভাগ, রানার্স-আপ- খুলনা বিভাগ
২০১৪-১৫:    চ্যাম্পিয়ন-রংপুর বিভাগ, রানার্স-আপ- খুলনা বিভাগ
২০১৫-১৬:    চ্যাম্পিয়ন-খুলনা বিভাগ, রানার্স-আপ- ঢাকা মেট্রো
২০১৬-১৭:    চ্যাম্পিয়ন-খুলনা বিভাগ, রানার্স-আপ- ঢাকা বিভাগ
২০১৭-১৮:    চ্যাম্পিয়ন-খুলনা বিভাগ, রানার্স-আপ- রংপুর বিভাগ
২০১৮-১৯:    চ্যাম্পিয়ন-রাজশাহী বিভাগ, রানার্স-আপ- রংপুর বিভাগ
২০১৯-২০:    চ্যাম্পিয়ন-খুলনা বিভাগ, রানার্স-আপ- ঢাকা বিভাগ
২০২০-২১:    চ্যাম্পিয়ন-খুলনা বিভাগ, রানার্স-আপ- ঢাকা বিভাগ
২০২১-২২:    চ্যাম্পিয়ন-ঢাকা বিভাগ, রানার্স-আপ- রংপুর বিভাগ
২০২২-২৩:    চ্যাম্পিয়ন-রংপুর বিভাগ, রানার্স-আপ- সিলেট বিভাগ
২০২৩-২৪:    চ্যাম্পিয়ন-ঢাকা বিভাগ, রানার্স-আপ- সিলেট বিভাগ
২০২৪-২৫:    চ্যাম্পিয়ন-সিলেট বিভাগ