বাসস
  ২৬ নভেম্বর ২০২৪, ২১:০৪

সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে সমতা ফেরালো পাকিস্তান


ঢাকা, ২৬ নভেম্বর ২০২৪ (বাসস) : ওপেনার সাইম আইয়ুবের ঝড়ো সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফেরালো পাকিস্তান। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ১০ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে।

এই নিয়ে পঞ্চমবার নিজেদের ওয়ানডে ইতিহাসে এবং জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয়বার ১০ উইকেটের ব্যবধানে ম্যাচ জিতলো পাকিস্তান। এর আগে ২০১১ সালের সেপ্টেম্বরে হারারেতে জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান।

বুলাওয়েতে সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে পাকিস্তানকে ৮০ রানে হারিয়েছিলো জিম্বাবুয়ে। টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে একই ভেন্যুতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। পাকিস্তানের চার স্পিনার আবরার আহমেদ, সালমান আঘা, আইয়ুব ও ফয়সাল আকরামের স্পিন ঘূর্ণির সামনে ৩২.৩ ওভারে ১৪৫ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। সবগুলো উইকেটই নিয়েছেন পাকিস্তানের চার স্পিনার। প্রথম ওয়ানডেতে ২০৫ রান করেছিলো জিম্বাবুয়ে।

দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের পক্ষে ডিওন মায়ার্স ৩৩, সিন উইলিয়ামস ৩১ ও অধিনায়ক ক্রেইগ আরভিন ১৮ রান করেন। পাকিস্তানের আবরার ৪টি, সালমান ৩টি, সাইম-ফয়সাল ১টি করে উইকেট নেন।

জবাবে আইয়ুবের ব্যাটিং তান্ডবে ১৮.২ ওভারে বিনা উইকেটে জয়ের বন্দরে পা রাখে পাকিস্তান। ৫৩ বলে ৫ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করেন আইয়ুব। ১৭টি চার ও ৩টি ছক্কায় ৬২ বলে অনবদ্য ১১৩ রান করেন আইয়ুব। ৪টি চারে ৩২ রানে অপরাজিত থাকেন আরেক ওপেনার আব্দুল্লাহ শফিক।

একই ভেন্যুতে আগামী ২৮ নভেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে দু’দল।