বাসস
  ০২ ডিসেম্বর ২০২৪, ১৯:২৩

স্বর্ণজয়ী শ্যুটার সাদিয়ার মৃত্যুকে বিওএ’র শোক

ঢাকা, ২ ডিসেম্বর ২০২৪ (বাসস) : ২০১০ সালে সাউথ এশিয়ান গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে দলগত ইভেন্টে স্বর্ণজয়ী শ্যুটার সৈয়দা সাদিয়া সুলতানার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)।

আজ সোমবার দুপুর ২:০০টায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন সাদিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩১ বছর।   

এক শোক বার্তায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি, মহাসচিব সৈয়দ শাহেদ রেজাসহ বিওএ’র সকল সদস্য, কর্মকর্তা ও কর্মচারীগণের পক্ষ থেকে সাদিয়ার মৃত্যুতে গভীর শোক ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।