শিরোনাম
ঢাকা, ২ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের (বিবিএল) আসন্ন আসরে খেলবেন না বাংলাদেশের স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর বিগ ব্যাশকে সেরা ইভেন্ট হিসাবে বিবেচিত করা হয়।
সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি খেলোয়াড় হিসেবে বিগ ব্যাশে খেলার কথা ছিলো রিশাদের। হোবার্ট হারিকেন্স দলে নেওয়া হয়েছিলো তাকে।
কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের সাথে চুক্তি থাকায় বিবিএলে না খেলার সিদ্ধান্ত নিতে হয়েছে রিশাদকে।
ইতোমধ্যে রিশাদের বদলি হিসেবে আফগানিস্তানের বাঁ-হাতি স্পিনার ওয়াকার সালামখিলকে দলে নিয়েছে হোবার্ট।
বিবিএলের ১৪তম আসরে হোবার্ট হারিকেন্সের হয়ে তিনটি ম্যাচ খেলার কথা ছিল রিশাদের।
তবে বিবিএল ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করেছে, রিশাদের জন্য অপেক্ষা না করে আফগান স্পিনারকে দলে ভিড়িয়েছে তারা।
আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে বিবিএল। চলবে আগামী বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত। অন্যদিকে ৩০ ডিসেম্বর বিপিএল শুরু হয়ে চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।