বাসস
  ০৩ ডিসেম্বর ২০২৪, ২১:১৪

শ্রীলংকার কাছে হেরে গ্রুপ রানার্স-আপ বাংলাদেশের যুবারা

ঢাকা, ৩ ডিসেম্বর ২০২৪ (বাসস) : প্রথম দুই ম্যাচ জয়ের পর হার দিয়ে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে এশিয়া কাপের গ্রুপ পর্ব শেষ করলো বাংলাদেশ যুব দল।

আজ ‘বি’ গ্রুপের নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকার কাছে ৭ রানে হেরেছে বাংলাদেশ। এই হারে গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে বাংলাদেশের পয়েন্ট ৪। সমানসংখ্যক ম্যাচে ৩ জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে লড়বে শ্রীলংকা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৯.২ ওভারে ২২৮ রানে অলআউট হয় শ্রীলংকা। দুর্দান্ত সেঞ্চুরি করেছেন ভিমাথ দিনসারা। ১০টি চারে ১৩২ বলে ১০৬ রান করেন তিনি।

এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন অধিনায়ক ভিহাস থিউমিকা। আল ফাহাদ ৪টি ও রিজান হোসেন ৩টি উইকেট নেন।

জবাবে ৫২ রানের সূচনা পায় বাংলাদেশ। ৯৮ রানে তৃতীয় উইকেট পড়লেও চতুর্থ উইকেট জুটিতে ৭৪ রান যোগ করে বাংলাদেশকে জয়ের পথে রাখেন কালাম সিদ্দিকি ও দেবাশিষ দেবা।

কিন্তু দলীয় ১৭২ রানে কালাম ও ১৭৮ রানে দেবার আউটের পর পথ হারায় বাংলাদেশ। ২১০ রানে নবম উইকেট হারিয়ে হারের মুখে ছিটকে পড়ে তারা।

শেষ উইকেটে জয়ের জন্য লড়াই করেছিলেন উইকেটরক্ষক ব্যাটার ফরিদ হাসান ও ইকবাল হোসেন ইমন। কিন্তু শেষ ব্যাটার ইমনের আউটে ৩ বল বাকী থাকতে ২২১ রানে অলআউট হয় বাংলাদেশ।

ওপেনার কালাম ৮টি চার ও ১টি ছক্কায় ১৩৪ বলে ৯৫ রান করেন। দেবার ব্যাট থেকে আসে ৩১ রান।

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে হবে, সেটি এখনও নির্ধারিত হয়নি। কারণ ‘এ’ গ্রুপে শেষ রাউন্ডের ম্যাচ এখনও বাকী আছে।