শিরোনাম
ঢাকা, ৪ ডিসেম্বর ২০২৪ (বাসস) : আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য জুনিয়র বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়ায় বাংলাদেশ হকি দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশন এর সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।
ওমানের মাস্কাটে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপে গতকাল থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ জুনিয়র বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে, যা বাংলাদেশের হকির ইতিহাসে একটি অবিস্মরণীয় মাইলফলক।
হকি ফেডারেশন এর সভাপতি তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় আর্থিক সংকট দূর করে ওমানে অনুষ্ঠিত এশিয়া কাপে পুরুষ ও নারী হকি দলের অংশগ্রহণ নিশ্চিত করেছেন। খেলোয়াড়দের জন্য উপযুক্ত কোচ, উন্নত মানের কিটস, ট্রেনিং জার্সি ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা করেছেন, যা তাদের মনোবল বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে। এছাড়াও তিনি হকি দলের প্রশিক্ষণের ঘাটতি পূরণের লক্ষ্যে যথাসময়ে উন্নত ট্রেনিং ক্যাম্পের ব্যবস্থা করেছেন এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর হকি দলের সাথে বেশ কিছু প্রস্তুতিমূলক ম্যাচের আয়োজন করেন।
এর ফলে বাংলাদেশ হকি দলের যুবারা পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে জুুনিয়র এশিয়া কাপ হকিতে অংশগ্রহণ করতে সক্ষম হন। এছাড়াও হকি ফেডারেশন এর সভাপতি ও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান হকি দল ওমানে যাওয়ার পূর্বে খেলোয়াড়দের অনুপ্রেরণা ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।